বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যায় একজন গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জুন ২০২০, ২৩:৫৬
অ- অ+

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ মিস্টারকে কুপিয়ে হত্যার অভিযোগে ফিরোজ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে মামলার ৩ নং আসামি ফিরোজকে গ্রেপ্তার করা হয়।

শনিবার সন্ধ্যার পর নিহত মিস্টারে বাবা আরমান হোসেন ওরফে আরমান ড্রাইভার শাজাহানপুর থানায় যুবলীগ নেতা শেখকে প্রধান আসামি করে ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন পূর্বশত্রুতার জের ধরে তার ছেলেকে দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মামলাটি থানায় রেকর্ড হওয়ার পরপরই পুলিশ সুপারের আদেশে তদন্তভার ডিবি পুলিশের কাছে স্থানান্তর করা হয়।

পুলিশ সুপার আলী আশরাফ ভুঞাঁ জানান, মিস্টার হত্যা মামলা ডিবি পুলিশকে তদন্তভার দেওয়া হয়েছে। এরইমধ্যে একজন গ্রেপ্তার হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রসঙ্গত, শুক্রবার দুপুর ১২টার দিকে শহরতলীর শাকপালা মোড়ে প্রকাশ্যে মিস্টারকে ৩-৪ জনের একদল দুর্বৃত্ত কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। বিকালেই জড়িতদের শনাক্ত করে পুলিশ। নিহত মিস্টারের নামে চারটি হত্যাসহ নয়টি মামলা বিচারাধীন। তিনি বগুড়া জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

(ঢাকাটাইমস/৬জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শহীদ জিয়া’র মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
ভালুকায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সুরতহাল, ময়নাতদন্ত ছাড়াই গোপালগঞ্জে সহিংসতায় নিহতদের দাফন-সৎকার
ইসলামী বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা