রপ্তানি পণ্যে উৎসে কর কমল

আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেটে সব ধরনের পণ্য রপ্তানির ক্ষেত্রে উৎসে কর কমানোর প্রস্তাব করা হয়েছে। রপ্তানি মূল্যের ওপর দশমিক ৫ শতাংশ হারে উৎসে করকমানো হয়েছে।
আজ বৃহস্পতিবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকে উপস্থাপিত বাজেটে এই প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এর আগে বেলা সাড়ে তিনটায় অধিবেশন বসে।
‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা’ শিরোনামে প্রস্তাবিত বাজেট বক্তব্যের কিছু অংশ পঠিত বলে গণ্য করার জন্য স্পিকারের কাছে অনুরোধ করেন অর্থমন্ত্রী।
বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকসহ সব ধরনের পণ্য ও সেবা রপ্তানি খত কোভিড-১৯ এর কারণে বাধাগ্রস্ত হয়েছে। তাই রপ্তানি খাতকে সার্বিক সহায়তার অংশ হিসাবে আয়কর অধ্যাদেশে উল্লেখিত উৎসে করের হার কমানোর প্রস্তাব করছি।‘
আয়কর অধ্যাদেশে সব ধরনের পণ্যের রপ্তানি মূল্যের ওপর ১ শতাংশ হারে উৎসে কর কর্তনের বিধান রয়েছে।
অর্থমন্ত্রী সংসদে বলেন, ‘আমি আয়কর অধ্যাদেশে সব ধরনের পণ্যের রপ্তানি মূল্যের ওপর উৎসে কর কর্তনের হার ১ শতাংশ থেকে হ্রাস করে দশমিক ৫ শতাংশ নির্ধরণের প্রস্তাব করছি।’
আগামী অর্থবছরের বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা।
মোট রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৭৮ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। পাশাপাশি অন্যান্য উৎস থেকে ৪৮ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে।
তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের এটা দ্বিতীয় বাজেট। ‘অর্থনৈতিক উত্তরণ ভবিষ্যৎ পথ পরিক্রমা’ শিরোনামে এবারের বাজেট বর্তমান অর্থমন্ত্রীরও দ্বিতীয় বাজেট।
(ঢাকাটাইমস/১১জুন/মোআ)

মন্তব্য করুন