চুয়াডাঙ্গায় গাছের ডাল পড়ে একজনের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জুন ২০২০, ১৫:৪৭
অ- অ+

চুয়াডাঙ্গার জীবননগরে গাছের ডাল পড়ে ফারুক হোসেন (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বাঁকা ইউনিয়নের পাথিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন (৪৫) ওই গ্রামের মাঝপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

নিহতের ছোটভাই হজরত আলী জানান, শুক্রবার সকালে তার ভাই বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত জ্বালানি কাঠের জন্য একটি চটকা গাছে শুকনা ডাল কাটতে ওঠে। গাছের ডাল কাটার সময় ঝড়ে ভেঙ্গে ঝুলে থাকা অন্য একটি বড় ডাল তার উপরে পড়ে। এতে গুরতর আহত হন তিনি। পরে স্থানীয়দের খবরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে চিকিৎসক ফারুক হোসেনকে মৃত ঘোষণা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ঢাকাটাইমস/১২জুন/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চান্দিনা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার
সিরাজগঞ্জে ২ মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ৪ গ্রাম
‘জুলাইয়ের শহীদদের পাশে আজীবন থাকবে জামায়াত’
তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে উত্তরায় বিএনপির বিক্ষোভ সমাবেশ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা