বগুড়ায় করোনায় তিনজন, উপসর্গে চারজনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জুন ২০২০, ১৭:২৩
অ- অ+

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও চারজন। শনিবার দুপুরে বগুড়া করোনা আইসোলেশন কেন্দ্র মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিক আমিন কাজল এ তথ্য জানিয়েছেন। জেলায় এ পর্যন্ত ১৪ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১৬ জন।

শুক্রবার সকালে হাসপাতালে ভর্তি অবস্থায় কাহালু উপজেলার নাইম (১৪), বিকালে শহরের ফুলবাড়ি এলাকার মমতাজুর রহমান (৭০), রাত ৯টায় শিবগঞ্জের রাব্বি (৪৫), রাত ১০টায় কলোনির শামীম আহম্মেদ বুলু (৫৬) মারা যান। রাত পৌনে ৯টার দিকে হাসপাতালে আসার পথে বিজন কুমার নিয়োগী (৫২) মারা যান। এছাড়া শনিবার (১৩ জুন) সকালে পাবনার ইমরান নাজির (৩৬), বারোপুর এলাকার হারুন অর রশিদ (৭২) মারা যান।

ডা. শফিক আমিন কাজল জানান, মমতাজুর রহমান, বিজন কুমার নিয়োগী এবং হারুন অর রশিদের করোনা পজিটিভ ছিল। অন্যরা করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। শামীম আহম্মেদ বুলু এখানে ভর্তি ছিল, পরে তাকে ঢাকায় নেওয়ার পথে মারা যান। বিজন কুমার নিয়োগী হাসপাতালে পৌঁছার আগেই মারা যান। শুধু মোহাম্মদ আলী হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত ১৬ জন মারা গেছেন বলে জানান ডা. শফিক আমিন কাজল।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত ১৪ জন করোনা পজিটিভ হয়ে মারা গেছে। মোট আক্রান্ত ১১৮৬ জন, সুস্থ হয়েছেন ৮৬ জন।

(ঢাকাটাইমস/১৩জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দোহারে বিএনপি নেতা হত্যায় উদ্বেগ ও নিন্দা মির্জা ফখরুলের
নির্বাচনে ইসিকে সহায়তায় করবে জাতিসংঘ ও জাপান, চুক্তি স্বাক্ষর
শহীদ আবু সাঈদ ও প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বরখাস্ত ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম
২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৪১৬
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা