বড়লেখায় দুজনের করোনা শনাক্ত

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জুন ২০২০, ২২:০১
অ- অ+

মৌলভীবাজারের বড়লেখায় নতুন করে এক তরুণসহ আরো দুজনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার ঢাকার ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্ত দুজন পুরুষ। তাদের একজনের (৪৫) বাড়ি বড়লেখা পৌরশহরের উত্তর বাজার এবং অন্যজনের (১৮) বাড়ি উপজেলার জফরপুর এলাকায়। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ জনে।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ৪ জুন তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে করোনার বিভিন্ন উপসর্গ ছিল।

শনিবার তাদের নমুনা পরীক্ষার প্রতিবেদন পজিটিভ এসেছে। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। তবে তারা দু’জন সুস্থ আছেন।

(ঢাকাটাইমস/১৩জুন/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা