গাছ কাটলেই বের হয় পানি!

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জুন ২০২০, ১২:০৯

পরিবেশ যে কত সময়ে, কত ভাবে আমাদের তাক লাগিয়ে দিতে পারে, তার ইয়ত্তা নেই! এবার সেই পরিবেশের কোলেই সন্ধান মিলল পানির গাছের! হ্যাঁ! অবাক লাগলেও তা সত্যিই। এমনই গাছ, যে পানি দেয়। সেই গাছে পানি দিতে হয় না। গাছই আপনাকে উল্টো পানি দেবে।

ভারতের তামিলনাড়ুতে সন্ধান মিলেছে এই বিরল প্রজাতির গাছের। নাম টারমিনালিয়া টোমেনটোসা।

এই গাছের আরও নাম রয়েছে, যেমন আসান, আসনা, সাজ ইত্যাদি। কুড়াল দিয়ে গাছটি কাটতে গিয়েই বেরিয়ে পড়ে পানি। ভারতের প্রাক্তন আইএফএস দিগ্বিজয় সিং শেয়ার করেছেন এই ভিডিও। তামিলনাড়ুর জঙ্গলেই মূলত দেখা যায় এই বিরল প্রজাতির গাছ।

(ঢাকাটাইমস/১৬জুন/এজেড)

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :