টাঙ্গাইলে একদিনে সর্বোচ্চ ৩০ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
 | প্রকাশিত : ১৭ জুন ২০২০, ২৩:১৭

টাঙ্গাইলে নতুন করে একদিনে সর্বোচ্চ ৩০ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বুধবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান এ তথ্যটি নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদরে ১০ জন, মির্জাপুরে ১৩ জন, কালিহাতীতে দুইজন, নাগরপুরে একজন ও বাসাইল উপজেলায় চারজন রয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৫৯ জনে।

জানা যায়, গত ১০ জুন জেলার বিভিন্ন উপজেলার থেকে ১০১ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে বুধবার সকালে নমুনার ফলাফল আসে। এতে নতুন করে ২৯ জন আক্রান্ত হয়। এছাড়াও জেলার বাইরে থেকে নমুনা দিয়ে আসা পজেটিভ একজন টাঙ্গাইলে অন্তর্ভুক্ত করা হয়।

ডা. মো. ওয়াহীদুজ্জামান বলেন, এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৫৯ জনে। এদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছে ১২৭ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ২২৬ জন।

(ঢাকাটাইমস/১৭জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :