ব্রাহ্মণবাড়িয়ায় হতদরিদ্রের তালিকায় ছেলে-ভাইকে রাখায় চেয়ারম্যান বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জুন ২০২০, ১৮:২৫

হতদরিদ্রদের তালিকায় ছেলে-ভাইসহ নিকট আত্মীয়দের রাখায় ব্রাহ্মণবাড়িয়ার কসবার মেহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত বুধবার তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দরিদ্রদের ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া আড়াই হাজার টাকার তালিকায় নিজের ছেলে ও আপনভাইসহ নয়জন নিকট আত্মীয়ের নাম অন্তর্ভূক্ত করার অভিযোগ ওঠে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে। পরবর্তীতে এ অভিযোগ তদন্তে পৃথক দুটি কমিটি গঠন করে জেলা প্রশাসন ও কসবা উপজেলা প্রশাসন। তদন্তে অভিযোগ প্রমানিত হলে ৮ জুন জেলা প্রশাসকের নিকট তদন্ত প্রতিবেদন জমা দেয় ওই দু্‌ই কমিটি। পরবর্তীতে চেয়ারম্যানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সরকার বিভাগে সুপারিশ করে চিঠি পাঠান জেলা প্রশাসক। সে প্রেক্ষিতে চেয়ারম্যানের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ঢাকাটাইমস/১৭জুন/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :