যশোরে করোনা উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জুন ২০২০, ২২:১২
অ- অ+

যশোরে করোনা উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার সাড়ে ৫টায় যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে জেলার শহরতলির নওদাগ্রামের সাদু বিশ্বাসের (৩০) মৃত্যু হয়। একইদিন দুপুর দুইটা ৪০ মিনিটে ওই হাসপাতালে শহরতলির ঝুমঝুমপুরের আশরাফ আলীরও (৫০) মৃত্যু হয়।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ জানান, সাদু বিশ্বাস নামে ওই ব্যক্তি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৮টায় করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন। ভর্তির এক ঘণ্টা পরে তার মৃত্যু হয়। এদিকে আশরাফ আলী নামে ওই ব্যক্তি ভর্তি হয়েছিলেন সকাল সাড়ে ৭টার দিকে। তার মৃত্যু হয় দুপুর দুইটা ৪০ মিনিটে। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেলার সিভিল সার্জন শেখ আবু শাহীন এ তথ্য নিশ্চিত করে জানান, স্বল্প সংখ্যক মানুষের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন করার পরামর্শ দেওয়া হয়েছে।

ঢাকাটাইমস/১৮জুন/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা