নেপালি সংসদের উচ্চকক্ষেও মানচিত্র সংশোধন বিল পাস

নেপালি সংসদের উচ্চকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতেও সীমান্তে বিতর্কিত অঞ্চল যুক্ত করে নতুন মানচিত্র সংশোধনী বিল পাস হয়েছে। বৃহস্পতিবার বিলটি সর্বসম্মতিতে পাস হয়। এদিন সংসদে উপস্থিত ৫৭ জন সদস্যের প্রত্যেকেই ওই বিলের পক্ষে সমর্থন জানান।
নতুন রাজনৈতিক মানচিত্রে ভারত সীমান্তের বিতর্কিত লিমপিয়াধুরা, লিপুলেখ এবং কালাপানি অঞ্চলকে নিজেদের বলে দেখিয়েছে নেপাল।
এরআগে গত শনিবার নেপালি সংসদের নিম্নকক্ষে বিলটি পাশ হয়েছিল। তখনই ওই বিষয়ে আপত্তি জানিয়ে নেপাল কৃত্রিমভাবে ভারতীয় এলাকার উপরে নিজেদের দাবি প্রতিষ্ঠা করতে চাচ্ছে বলে ভারতের পক্ষ থেকে মন্তব্য করা হয়। কিন্তু সেই আপত্তিতে কান না দিয়ে এবার নেপালী সংসদের উচ্চকক্ষেও পাস হল ওই বিল।
এর আগে ওই ইস্যুতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছিলেন, ‘আমরা বিষয়টির দিকে নজর রেখেছি। ওই বিষয়ে আমাদের অবস্থান আগেই স্পষ্ট করা হয়েছে। কৃত্রিমভাবে এই এলাকা বৃদ্ধির দাবির ঐতিহাসিক কোনো ভিত্তি নেই। এটা মোটেই সমর্থন করা যায় না।’
নেপালের ক্ষমতাসীনদের আনা ওই বিলকে প্রধান বিরোধীদল নেপালী কংগ্রেস, রাজতন্ত্রপন্থী রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি, এমনকী ভারতীয় বংশোদ্ভূত মদেশীয়দের রাজনৈতিক সংগঠন জনতা সমাজবাদী পার্টিও সমর্থন করেছে।
সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছিলেন, ‘ভারত-নেপাল সম্পর্ক সাধারণ নয়। আমাদের রোটি-বেটির সম্পর্ক। বিশ্বের কোনো শক্তি আমাদের বিচ্ছিন্ন করতে পারবে না।’ ভারত এবং নেপাল মা কালীর বন্ধনে আবদ্ধ বলেও তিনি মন্তব্য করেন। গোটা বিষয়টিকে ‘কিছু ভুল বোঝাবুঝি’ বলে উড়িয়ে দিয়ে আলোচনার মাধ্যমে সব মিটে যাবে বলেও রাজনাথ সিং মন্তব্য করেন।
ঢাকা টাইমস/১৯জুন/একে

মন্তব্য করুন