খুলনায় ডা. রকিব হত্যায় আরো তিন আসামি রিমান্ডে

খুলনা ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ জুন ২০২০, ১৬:৫৭
অ- অ+

খুলনার রাইসা ক্লিনিকের মালিক ডা. মো. আব্দুর রকিব খান হত্যা্ মামলায় গ্রেপ্তার আরো তিনজন আসামিকে রিমান্ডে নিয়েছে পুলিশ। মামলার প্রধান আসামি জমির শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শুক্রবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুস সামাদ এ রিমান্ড মঞ্জুর ও ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেছেন।

এর আগে গত ১৮ জুন মালার আসামি খাদিজা (৪৫) ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। একই দিনে আসামি আব্দুর রহিমকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই বিএম মনির হোসেন জানান, ডা. রকিব হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি জমির, আব্দুর রহিম, আবুল আলী ও গোলাম মোস্তফা, খাদিজাকে টঙ্গী ও খুলনার রূপসা থেকে গ্রেপ্তার করা হয়।

ঊল্লেখ্য, গত ১৫ জুলাই এক প্রসূতি রোগী মারা যাওয়ার ঘটনায় তার স্বজনরা খুলনা রাইসা ক্লিনিকের মালিক ডা. মো. আব্দুর রকিব খানের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছোটভাই গত ১৭ জুন হত্যা মামলা করেন।

(ঢাকাটাইমস/১৯জুন/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তান সফরে সরকারের সবুজ সংকেত পেল টাইগাররা
চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র থেকে সরে আসতে হবে: ১২ দলীয় জোট
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর দিলেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা
রাজশাহীতে আম সংগ্রহ-বাজারজাতকরণ শুরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা