দশম জেনারেশনের মাদারবোর্ড বাজারে

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ জুন ২০২০, ১৭:৪০
অ- অ+

স্মার্ট টেকনোলজি এবং গিগাবাইট বাংলাদেশ নিয়ে এসেছে ইন্টেল নতুন লাইনআপ এর দশম জেনারেশন মাদারবোর্ড। যার নামকরণ করা হয়েছেজেড ৪৯০ সিরিজ।

এটা অন্য সব মাদারবোর্ড থেকে সম্পূর্ণ ভিন্ন। এতে এল জি এ ১২০০) সকেট ব্যবহার করা হয়েছে। এই আরাস সিরিজ মাদারবোর্ড এ রয়েছে ১৬ ফেইজ ডিজিটাল পাওয়ার ডিজাইন এবং উন্নত ফিন্সঅ্যারে হিটসিঙ্ক যার মাধ্যমে মাদারবোর্ড এর তাপমাত্রা এবং পাওয়ার ৯০ অ্যাম্পিয়ার পর্যন্ত নিয়ন্ত্রণ করা সম্ভব ।

তাই এই মাদারবোর্ডটি ওভার ক্লক লাভারদের জন্য স্বর্গ, এবং গেমারদের পছন্দের আরজিবি লাইটনিং এর জন্য জেড ৪৯০ মাদারবোর্ড এর মধ্যে দেয়া হয়েছে ৪টি আরজিবি হেডার। যার মাধ্যমে গেমাররা তাদের সেটাপকে আরও সুন্দর করে নিতে পারবে।

এছাড়া গিগাবাইট আরজিবি ফিউশন ২.০ সফটওয়্যার তো আছেই লাইট গুলোকে ভিন্ন ভিন্ন এফেক্ট দেয়ার জন্য ।

মাদারবোর্ডটিতে অন্যান্য সব বোর্ড এর মতো রয়েছে ৪ টি রাম স্লট , তিনটি পিসিআইই স্লট, এর মধ্যে জেন ফোর পিসিআইই সাপোর্ট রয়েছে। এছাড়া টপ অব দ্যা লাইন অডিও কোয়ালিটি, ফিচার রিচ আই/ও শিল্ড, আধুনিক থার্মাল গার্ড টু প্রযুক্তিব্যবহার করা হয়েছ ।

এটি বাজারজাত করছে স্মার্ট টেকনোলজি (বিডি)।

(ঢাকাটাইমস/২১জুন/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজাসহ ৩ জনের মৃত্যু
এপ্রিলে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ উত্তরা, থানা উত্তরা পশ্চিম
ঐকমত‍্য কমিশনের কাজের অগ্রগতি এখনো অস্পষ্ট: এবি পার্টি 
নিষিদ্ধ দলের কার্যক্রম ও নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা