ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় থ্রি-হুইলারের তিন যাত্রী নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জুন ২০২০, ২৩:০৭| আপডেট : ২৩ জুন ২০২০, ২৩:১১
অ- অ+

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে থ্রি-হুইলারের তিন যাত্রী নিহত হয়েছেন।এ দুর্ঘটনায় আহত চারজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার সন্ধ্যায় ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের কালমেঘ সোনাডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নওগাঁ জেলার বাদাল চানপুর গ্রামের ইকি উদ্দিনের ছেলে ইয়াকুব আলী ও সাইদুল। নিহত অন্য একজন নারীর পরিচয় পাওয়া যায়নি। তারা দুজনই থ্রি-হুইলারের যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি থ্রি-হইলার বালিয়াডাঙ্গী ফিরছিল। ওই সময় ঠাকুরগাঁওগামী একটি ট্রাক থ্রি-হু-হুইলারটিকে চাপা দিলে এ সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যান।

ঠাকুরগাঁও ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মফিজার রহমান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করি। এছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যায়।

বালিয়াডাঙ্গী থানার ওসি হাসিবুল আলম প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

(ঢাকাটাইমস/২৩জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা