বরিশালে নিখোঁজ মাদ্রাসাছাত্রী চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ জুন ২০২০, ০০:০৬
অ- অ+

বরিশাল থেকে নিখোঁজের ২৩ দিন পর এক মাদ্রাসাছাত্রীকে চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার করেছে র‌্যাব-৫। সোমবার সন্ধ্যায় জেলার নাচোল উপজেলার হাট রাজবাড়ী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি র‌্যাব।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার আজমল হোসেন।

তিনি জানান, গত ৬ জুন বরিশাল থেকে নিখোঁজ হয় ওই মাদ্রাসাছাত্রী। এরপর গত ২৬ জুন বরিশালের বানারিপাড়া পুলিশ স্টেশন থেকে সংবাদ প্রাপ্তির পর অনুসন্ধান শুরু করে র‌্যাব। আজ সন্ধ্যায় নাচোল উপজেলার হাটরাজবাড়ী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেয়েটি বলেছে- মাসুদ রানা নামে একজন ব্যক্তি তাকে ঢাকাসহ বিভিন্নস্থানে বিভিন্ন সময় আটকে রাখে। তবে চাঁপাইনবাবগঞ্জে কিভাবে সে আসে এ বিষয়ে সে কিছুই জানাতে পারেনি। কিভাবে নিখোঁজ হয় এবং প্রকৃত ঘটনা অনুসন্ধানে মেয়েটিকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে এবং জিজ্ঞাসাবাদ শেষে তার পরিবারের কাছে তাকে হস্তান্তর করা হবে।

(ঢাকাটাইমস/৩০জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চান্দিনা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার
সিরাজগঞ্জে ২ মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ৪ গ্রাম
‘জুলাইয়ের শহীদদের পাশে আজীবন থাকবে জামায়াত’
তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে উত্তরায় বিএনপির বিক্ষোভ সমাবেশ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা