বাড়িতে করোনার হানা, মায়ের জন্য প্রার্থনার আহ্বান আমিরের

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুন ২০২০, ১৬:০১
অ- অ+

করোনাভাইরাস হানা দিয়েছে বলিউড অভিনেতা আমির খানের বাড়িতে। সম্প্রতি তার বাড়ির কয়েকজন কর্মী করোনা পজেটিভ হয়েছেন বলে জানিয়েছেন এই অভিনেতা। করোনা ধরা পড়ার পর কর্মীদের কোয়ারেন্টাইনে রাখা হয় এবং আমিরের পরিবারের সবার পরীক্ষা করা হয়। তবে তাদের সবারই করোনার ফল নেগেটিভ এসেছে।

এমন অবস্থায় মাকে নিয়ে চিন্তিত আমির। কারণ তার এখনো করোনা টেস্ট করা হয়নি। তাই মায়ের জন্য অনুরাগীদের প্রার্থনা করতে বলেছেন তিনি।

টুইটবার্তায় আমির বলেছেন, 'আপনাদের সকলকে জানাচ্ছি আমার বাড়ির কয়েকজন কর্মীর দেহে করোনা ধরা পড়েছে। তাদের সঙ্গে সঙ্গে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তাদের চিকিৎসা যাতে সঙ্গে সঙ্গে শুরু হয় তার জন্য তৎপরভাবে কাজ করেছেন বিএমসির কর্মকর্তারা। তাদের খেয়াল রাখার জন্য এবং গোটা এলাকাকে স্টেরিলাইজ করার জন্য আমি বিএমসি কে ধন্যবাদ জানাই।'

আমির লিখছেন, 'বাড়ির বাকিদেরও টেস্ট করা হয়েছে। কিন্তু ফলাফল নেগেটিভ এসেছে। এখন আমি আমার মাকে টেস্ট করাতে নিয়ে যাচ্ছি। মায়ের টেস্ট করানোটাই শুধু বাকি রয়েছে এখনও পর্যন্ত। তার রিপোর্টের ফলাফল যাতে নেগেটিভ আসে সেই জন্য প্রার্থনা করবেন আপনারা।'

বিএমসিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলছেন, 'তৎপরতা ও পেশাদারিত্বের সঙ্গে বিএমসি যেভাবে আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়েছে তার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। কোকিলাবেন হাসপাতালের চিকিৎসক নার্স এবং স্বাস্থ্য কর্মীদেরও ধন্যবাদ জানাই। করোনা পরীক্ষার সময় তারা যথেষ্ট যত্ন নিয়ে কাজ করেছেন। ঈশ্বর তাদের মঙ্গল করুন। অনেক ভালোবাসা।'

অভিনেতা আমির খান মুম্বাইয়ের বাড়িতে তার স্ত্রী কিরণ রাও এবং ছেলে আজাদ রাও এর সঙ্গে থাকেন। লকডাউনের সময় তাদের সঙ্গে এসে থাকছেন মেয়ে ইরা খানও।

ঢাকা টাইমস/৩০জুন/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রংপুরে রোহিঙ্গা নারীকে জন্মনিবন্ধন দেওয়ায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত
৬০ ঘণ্টার মধ্যে পাকিস্তানে আক্রমণ করতে পারে ভারত: আশঙ্কা পাক তথ্যমন্ত্রীর
কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৪ জনের মরদেহ উদ্ধার
তিন সাংবাদিকের চাকরিচ্যুতিতে সরকারের সংশ্লিষ্টতা? যা বললেন উপদেষ্টা ফারুকী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা