সুখবর পেলেন ডি কক-ডু প্লেসিরা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ জুন ২০২০, ২০:৩৩
অ- অ+

করোনা পরবর্তী সময়ে ২৭ জুন নতুন ফরম্যাটে ক্রিকেটে ফেরার কথা ছিল দক্ষিণ আফ্রিকার। সেই মতো পরিকল্পনা করে এগোচ্ছিল ক্রিকেট সাউথ আফ্রিকা। কিন্তু বাধ সাধে করোনা ভাইরাস। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়, সাত ব্যক্তির করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ। এরপরেই স্থগিত হয়ে যায় সেই টুর্নামেন্ট। অবশেষে দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য ও ক্রীড়া মন্ত্রণালয় সবুজ সংকেত দিয়েছে। এবার অনুশীলনে ফিরতে পারবেন ডি কক-ডু প্লেসিরা।

আনুষ্ঠানিকভাবে হাইপারফরম্যান্স ট্রেনিং স্কোয়াড অনুশীলনের অনুমতি পেয়েছে বলে জানিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা। দ্রুত মাঠে ক্রিকেট ফেরানোর ব্যাপারেও আশাবাদী প্রোটিয়া ক্রিকেটের কর্তারা।

করোনা পরবর্তী সময়ে এক্কেবারে নতুন অবতারে ক্রিকেটকে ফেরানোর পরিকল্পনা করেছিল দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড। তিন দল নিয়ে ৩৬ ওভারের সলিডারিটি কাপ ২৭ জুন আয়োজনের পরিকল্পনা করেছিল ক্রিকেট সাউথ আফ্রিকা। কিন্তু করোনার কারণে স্থগিত হয়ে যায় সেই টুর্নামেন্ট। এবার সেই টুর্নামেন্টও হবে বলে জানিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা।

(ঢাকাটাইমস/৩০ জুন/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভেষজ বিলাতি গাব খেলে দূর হবে ক্যানসার, নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬১ ফিলিস্তিনি নিহত, জাতিসংঘের গভীর উদ্বেগ
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা