করোনায় নেত্রকোণার উপজেলা ভূমি অফিস সহকারীর মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ জুলাই ২০২০, ১৩:৪৬

করোনায় আক্রান্ত হয়ে নেত্রকোণার মদন উপজেলার ভূমি অফিস সহকারী গোলাম রব্বানীর মৃত্যু হয়েছে। তিনি জেলার বারহাট্রা উপজেলার রায়পুর ইউনিয়নের রামপুর গ্রামের মৃত কালাচান মিয়ার ছেলে। বৃহস্পতিবার মধ্যরাতে ময়মনসিংহ এসকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মদন উপজেলা ভূমি কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, ২২ জুন গোলাম রব্বানীর নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। ২৭ জুন ময়মনসিংহ পিসিআর ল্যাব থেকে আসা নমুনা পরীক্ষার ফলাফলে জানা গেছে, তিনি করোনা পজেটিভ। এরপর থেকে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বালিজুরা গ্রামের শ্বশুরবাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন তিনি।

জেলা সিভিল সার্জন তাজুল ইসলাম জানান, গোলাম রব্বানী বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। শুক্রবার স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন হবে।

সিভিল সার্জন আরো জানান, এ নিয়ে জেলায় চারজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ৬৯৮৯ টি নমুনা সংগ্রহ করা হয়েছে।৬৮৯৩টির রিপোর্ট এসেছে। এর মধ্যে ৫৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

ঢাকাটাইমস/৩জুলাই/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :