সাকিবকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২০, ২২:০৮| আপডেট : ০৪ জুলাই ২০২০, ২২:১১
অ- অ+

ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেন অ্যালমানাকের দশকসেরা ওয়ানডে একাদশে জায়গা হয়েছিল সাকিব আল হাসানের। বাংলাদেশ অলরাউন্ডারের এবার জায়গা হলো আরও উঁচু স্থানে। উইজডেন ক্রিকেট মান্থলির জুলাই সংখ্যা প্রকাশ করা হয়েছে। যেখানে শতাব্দীর দ্বিতীয় সেরা বা মূল্যবান ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন সাকিব।

টেস্টের সেরা দশেও জায়গা হয়েছে বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের। ক্রিকেটের সবচেয়ে অভিজাত ফরম্যাটে ষষ্ট সেরা বা মূল্যবান ক্রিকেটার হিসেবে সাকিবকে নির্বাচন করা হয়েছে। তবে টি-টোয়েন্টির সেরা ২০-এ জায়গা হয়নি তার।

এমন অর্জনে সাকিবকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, 'ক্রিকেটের বাইবেলখ্যাত ম্যাগাজিন 'উইজডেন'-এর গবেষণায় একুশ শতাব্দীর দ্বিতীয় সেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে নির্বাচিত হওয়ায় বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আমি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি।'

'কোভিড-১৯ এর এ দুঃসময়ে এটি বড় সুখবর। এটি আমাদের জন্য অনেক বড় অর্জন। সাকিবের এ অর্জনের মধ্যে দিয়ে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান আরো সুদৃঢ় হলো। আমি আশা করি, সাকিব অচিরেই মাঠে ফিরে বরাবরের ন্যায় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করবে।' যোগ করেন জাহিদ আহসান রাসেল।

জুয়াড়ির প্রস্তাব গোপন করে এক বছরের নিষেধাজ্ঞায় থাকা সাকিবের পাশে বাংলাদেশ সরকার সব সময় আছে জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, 'আমি আশা করি, সাকিব আল হাসান তার সাফল্যের এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অক্ষুন্ন রাখবে।' সাকিব তার মেধা, যোগ্যতা, পরিশ্রম ও চেষ্টার ফলে আজকের এ অবস্থানে আসতে পেরেছেন বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

ক্রিকেট পরিসংখ্যান ও বিশ্লেষণ সংস্থা 'ক্রিকভিজ'- এর সঙ্গে যৌথ গবেষণায় চলতি শতাব্দীতে অনুষ্ঠিত ম্যাচে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করা ক্রিকেটার নির্বাচন করেছে উইজডেন। যদিও একুশ শতাব্দীর মাত্র ২০ বছর পার হয়েছে। এরই মধ্যে শতাব্দীর 'মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার' নির্বাচন করে ফেললো উইজডেন ক্রিকেট মান্থলি।

(ঢাকাটাইমস/০৪ জুলাই/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবুল বারকাত গ্রেপ্তার
শতভাগ পাস, প্রায় সবাই জিপিএ-৫: ক্যাডেট কলেজের উজ্জ্বল সাফল্য
৩ থেকে ১০ জুলাই: যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩৪৫ অপরাধী আটক
মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে সেনাবাহিনীর অভিযান: শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা