দেশের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুশফিক

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জুলাই ২০২০, ১০:৫৯
অ- অ+

করোনাভাইরাসের প্রকোপে বাংলাদেশের অবস্থা নাজেহাল, প্রতিনিয়তই বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কোভিড-১৯ পজিটিভ হওয়ার পরই বড় ধাক্কা খান মুশফিকুর রহিম। করোনার ভয়াল থাবা থেকে বাঁচতে উদ্বিগ্ন এই ক্রিকেটার নিজে থাকছেন সচেতন, জনগণকেও জানালেন সচেতন থাকার আহ্বান।

বাংলাদেশে করোনার সংক্রমণ হু হু করে বাড়ছে। যার কারণ হিসেবে মুশফিক মনে করেন, আমাদের দেশের অধিকাংশ লোকই অসচেতন, নূন্যতম স্বাস্থ্যবিধির প্রতি কারোর খেয়াল নেই। সম্প্রতি নিজ ফেসবুক পেজ থেকে মুশফিক বিষয়গুলো নিয়ে উদ্বিগ্নতা প্রকাশ করেন।

মুশফিক বলেন, ‘মাশরাফি ভাইয়ের করোনা পজিটিভ হওয়ার সংবাদটা বড় ধাক্কা দিয়েছে আমায়। আমাদের দেশে যে হারে করোনা সংক্রমিত হচ্ছে, মনে হচ্ছে আমরা সবাই এই ভাইরাসে আক্রান্ত হবো। আমার মনে হয়, বাংলাদেশের মানুষরা করোনার ব্যাপারে ততোটাও সুশিক্ষিত ও সুসচেতন নয়। এমনকি, স্বাস্থ্যবিধির নূন্যতম নিয়ম মেনেও চলছে না।’

খুব দ্রুতই মাশরাফি করোনাযুদ্ধে জয়ী হবেন বলে আশাবাদী মুশফিক। তিনি বলেন, ‘মাশরাফি ভাই খুব শ্রীঘ্রই সুস্থ হয়ে উঠবেন ইনশা-আল্লাহ। উনার সংবাদটা শোনার পর থেকে আমি আরো অধিক সচেতনতা অবলম্বন করছি।’

দেশের মানুষজনকে সচেতন থাকার আহ্বান জানিয়ে মুশফিক বলেন, ‘আমার ব্যক্তিগতভাবে মনে হয়, পুরো বাংলাদেশের মানুষের এই ভাইরাসের ব্যাপারে দেখভাল করা সরকারের জন্য বেশ কষ্টসাধ্য। ভ্যাকসিন আবিষ্কার হওয়া পর্যন্ত, আমাদের নিজেদের ও পরিবারের ভালোর জন্যই স্বাস্থ্যবিধিগুলো কঠোরভাবে মেনে চলতে হবে।’

(ঢাকাটাইমস/০৫ জুলাই/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিরে দেখা ৪ জুলাই: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম বাদ
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা