তাড়াশে চিকিৎসক-শিক্ষকসহ পাঁচজনের করোনা শনাক্ত

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২০, ১৬:২৬
অ- অ+

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্সসহ করোনাভাইরাস (কোভিড-১৯) পজেটিভ পাঁচজন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট ২২ জন করোনা রোগী শনাক্ত হলো।

মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন তাড়াশ হাসপাতালের করোনা বিষয়ক মুখপাত্র শাহাদত হোসেন।

করোনা আক্রান্তদের মধ্যে হলো তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স কাজনীন সুলতানা, তাড়াশ পশু হাসপাতালে ভেটেনারি চিকিৎসক ডা. শরিফুল ইসলাম, কাউরাইল ইসাহাক তফের আলী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অসাদুজ্জামান, সলঙ্গা গালর্স স্কুলের শিক্ষক আবুল খালেক মনি ও বারুহাস ইউনিয়নের বারুহাস গ্রামের দোলন খাতুন।

তাড়াশ হাসপাতালের করোনা বিষয়ক মুখপাত্র শাহাদত হোসেন জানান, তাড়াশ উপজেলা থেকে নমুনা সংগ্রহ করে সিরাজগঞ্জ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে পাঠানো হয়। পরে মঙ্গলবার তাদের মধ্যে পাঁচজনের করোনাভাইরাস পজেটিভ রিপোর্ট পাওয়া যায়।

(ঢাকাটাইমস/৭জুলাই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা