এবার ট্রেনে চড়বে কোরবানির পশু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২০, ১৬:৪৫| আপডেট : ০৭ জুলাই ২০২০, ১৬:৫২
অ- অ+
ফাইল ছবি

ম্যাংগো স্পেশাল ট্রেনের পর এবার ট্রেনের মাধ্যমে কোরবানির পশু পরিবহনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আসন্ন ঈদুল আজহায় ট্রেনের মাধ্যমে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চল থেকে ঢাকা-চট্টগ্রামে কোরবানির পশু পরিবহনের পরিকল্পনার কথা জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

মঙ্গলবার রেলভবন থেকে মন্ত্রী সাংবাদিকদের তার এই সিদ্ধান্তের কথা জানান।

রেলমন্ত্রী বলেন, ‘প্রচলিত ভাড়ায় দেশের উত্তর ও পশ্চিমাঞ্চল থেকে কোরবানির পশু পরিবহন করার পরিল্পনা নেয়া হয়েছে। এক্ষেত্রে প্রাণিসম্পদ অধিদপ্তর ও সংশ্লিষ্ট ব্যবসায়ী মহলের সাথে আলোচনা করে সম্ভাব্য দিন তারিখ, রুট ও স্টেশন নির্ধারণ করা হবে।’

ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে যেকোনো দিন থেকেই এ ট্রেন চালু করা যাবে বলে মন্ত্রী জানান। তিনি বলেন, ‘গাইবান্ধা বা পাবনা/কুষ্টিয়া থেকে চট্টগ্রামে প্রতি গরুর ভাড়া সর্বোচ্চ ২৫০০ এবং ঢাকায় ১৫০০ থেকে ২০০০ টাকা হতে পারে।’

আগ্রহী ব্যবসায়ীদের রেলওয়ের কন্ট্রোল নম্বর ০১৭১১-৬৯১৫২০-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন মন্ত্রী।

করোনাভাইরাসের মধ্যে বাংলাদেশ রেলওয়ে আম পরিবহনের সুবিাধার্থে ম্যাংগো স্পেশাল নামে ট্রেন চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে পরিচালনা করছে।

(ঢাকাটাইমস/০৭জুলাই/এনআই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুন্সীগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: দলিল লেখকপট্টিতে পুড়ে ছাই ২০ দোকান
আজ রাত আড়াইটায় নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাফুফে
ঢাকা বিভাগের ৫৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা
ইলন মাস্ক 'আমেরিকা পার্টি' গঠনের ঘোষণা দিলেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ভাঙন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা