নীলফামারীর কিশোরগঞ্জে নারীর লাশ উদ্ধার, গ্রেপ্তার ২

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২০, ২৩:৪৬
অ- অ+

নীলফামারীর কিশোরগঞ্জে ব্রিজের কাছ থেকে এক সন্তানের জননী শ্যামলীর (২৫) লাশ উদ্ধারের ঘটনায় স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গ্রেপ্তারদের আদালতে প্রেরণ করা হয়।

সোমবার বেলা ১১টার দিকে বেলতলী ব্রিজের কাছে এক মহিলার লাশ দেখে গ্রামবাসী থানায় খবর দেয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং নীলফামারী মর্গে প্রেরণ করে। পুলিশ প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করে। জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে স্বামী আশিকুরকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে হত্যার সাথে জড়িত বলে স্বীকার করায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এদিকে শ্যামলী আক্তারের মা শিরিনা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।

থানার ওসি এম হারুন অর রশিদ জানান, আটক স্বামী আশিকুরকে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যার সাথে জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করে। এ ঘটনার সাথে তার বাবা কান্দুরা মামুদও জড়িত থাকার কথা বলে। রাতেই মেয়েটির শ্বশুর কান্দুরা মামুদকে গ্রেপ্তার করা হয়েছে।

(ঢাকাটাইমস/৭জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা