প্লাজমা দান করে মানুষের পাশে দাঁড়ান: টেন্ডুলকার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জুলাই ২০২০, ১৯:২১
অ- অ+

প্রাণঘাতি করোনাভাইরাসে গুরুতর অসুস্থ রোগীদের সুস্থ করার জন্য প্লাজমা দান করতে আহ্বান জানিয়েছেন ভারতের ‘মাস্টার ব্লাস্টার’ ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার।

বুধবার টেন্ডুলকারের নিজ শহর মুম্বাইয়ে সেভেন হিলস হাসপাতালে প্লাজমা থেরাপি ইউনিট চালু হয়। সেখানে প্লাজমা থেরাপি ইউনিটের উদ্বোধন করেন টেন্ডুলকার। উদ্বোধন করতে গিয়ে প্লাজমা দানের অনুরোধ জানান টেন্ডুলকার।

আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি সেঞ্চুরির মালিক টেন্ডুলকার বলেন, ‘মরণব্যাধি করোনাভাইরাস থেকে যারা পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন, তাঁদেরকে আমি অনুরোধ করব, তারা যেন প্লাজমা থেরাপি দিয়ে আক্রান্ত মানুষদের পাশে এগিয়ে আসেন। আপনারা গুরুতর অসুস্থ মানুষদের সুস্থ করতে সাহায্য করতে পারেন। আমাদের সকলেরই সকলের পাশে দাড়ানো দরকার।’

এই মহামারীতে চিকিৎসক-নার্স-আইন শৃঙ্খলাবাহিনীসহ যারা লড়াই করে যাচ্ছেন তাদেরকে প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টেন্ডুলকার। তিনি বলেন, ‘করোনাভাইরাস আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে এসেছে। এটি আমাদের স্বাস্থ্যের জন্য অবিশ্বাস্য এক চ্যালেঞ্জ। এমন ভয়াবহ পরিস্থিতিতে আক্রান্তদের সেবায় আমাদের চিকিৎসক, নার্স, সেবা কর্মী, পুলিশ, মিউনিসিপ্যাল ও সরকারি কর্মচারিরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাদেরকে অসংখ্য ধন্যবাদ।’

(ঢাকাটাইমস/৮ জুলাই/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনবিআরের প্রথম সচিব তানজিনা রইসকে বরখাস্ত
কুমিল্লা বোর্ডের যে স্কুলে পাস করেনি কেউ
ডেঙ্গুতে একদিনে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩৭
‘শাপলা’ না রাখার ব্যাখ্যা দিল ইসি, কোন ১১৫টি প্রতীক চূড়ান্ত তালিকায়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা