ফরিদপুরে করোনা আক্রান্তের সংখ্যা ৩০০০ ছাড়িয়েছে

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জুলাই ২০২০, ১৬:০৭
অ- অ+

ফরিদপুরে নতুন করে ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৯১ জনে। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, গত এক মাসে করোনা শনাক্তের বৃদ্ধির হার সর্বাধিক। এ পর্যন্ত জেলা পরিষদের চেয়ারমান লোকমান হোসেন মৃধাসহ জেলায় করোনা আক্রান্ত ২৮ জনের মৃত্যু হয়েছে।

জেলা সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান জানান, জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে ফরিদপুর সদরেরই ১৬১৯ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯৮০ জন। জেলা করোনায় আক্রান্তের মধ্যে পুলিশ সদস্য, স্বাস্থ্যকর্মী, চিকিৎসক ও ব্যবসায়ীর সংখ্যা বেশি ববলে জানান তিনি।

ফরিদপুরে পুলিশ সুপার আলীমুজ্জামান জানান, ইতোমধ্যে জেলার ২৩৮ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯০ জন। মৃত্যু হয়েছে দুইজনের।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম জানান, ফমেকে একটি পিপিআর ল্যাব রয়েছে। এখানে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার ১৩৬৭৬ জনের নমুনা পরীক্ষার জন্য এসেছে। এর মধ্যে পেন্ডিং রয়েছে ৮২২টি।

ঢাকাটাইমস/১১জুলাই/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাগলনাইয়ায় ৪ বিজিবির উদ্যোগে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ
পুলিশ হেফাজতে বিষপান করা নারী ঢামেকে মারা গেছেন, দায়িত্বে অবহেলায় তিন পুলিশ বরখাস্ত
ফেনীতে বন্যার পানি একদিকে নামছে, অন্যদিকে বাড়ছে
কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোডে স্থাপন করা হবে ‘প্রতিরোধ মিনার’ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা