কুড়িগ্রামে দ্বিতীয় দফা বন্যার আশঙ্কা

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জুলাই ২০২০, ২০:৩৭

গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্রসহ কয়েকটি নদ-নদীর পানি আবারো বেড়েছে। ফলে দ্বিতীয় দফা বন্যার কবলে পড়তে যাচ্ছে এই এলাকার মানুষ। গত ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানি ২৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার দুই সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়াও ধরলা নদীর পানি ১০ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে ১৮ সেন্টিমিটার এবং নূনখাওয়া পয়েন্টে ২৬ সেন্টিমিটার বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ার ফলে নদ-নদী সংলগ্ন এবং চরাঞ্চলের নিচু এলাকা আবারও প্লাবিত হয়েছে। নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছে মানুষজন।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আরো দুই দফা ভারি বৃষ্টি অব্যাহত থাকবে এবং দুয়েকদিনের মধ্যে পানি বিপৎসীমা অতিক্রম করে আবারো বিস্তৃর্ণ এলাকা প্লাবিত হবে।

(ঢাকাটাইমস/১১জুলাই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :