দ্বিতীয়বার বিয়ে করলেন মোসাদ্দেক

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জুলাই ২০২০, ১৬:৩১| আপডেট : ১২ জুলাই ২০২০, ১৬:৩২
অ- অ+

দ্বিতীয়বার বিয়ে করলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। গত শুক্রবার ময়মনসিংহে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে তার। মোসাদ্দেক নিজেই ফেসবুকে বিয়ের ছবি আপলোড করে সবার কাছে দোয়া চেয়েছেন। মোসাদ্দেকের দ্বিতীয় স্ত্রীর নাম উম্মে তামান্না। তার বাড়ি ময়মনসিংহ নগরীর তালতলা এলাকায়।

ফেসবুকে নববধূর সঙ্গে তোলা ছবি আপলোড করে ২৪ বছর বয়সী ক্রিকেটার মোসাদ্দেক লিখেছেন, ‘জীবনের নতুন যাত্রা শুরু করছি। আমাদের জন্য দোয়া করবেন।’

বিয়ে নিয়ে গণমাধ্যমকে মোসাদ্দেক হোসেন বলেছেন, ‘করোনার কারণে ঘরোয়া পরিবেশেই বিয়ে হয়েছে। বড় আয়োজন করতে পারিনি। তবে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে বড় পরিসরে অনুষ্ঠান করব ইনশায়াল্লাহ।’

এর আগে ২০১২ সালে প্রথম বিয়ে করেন মোসাদ্দেক। তার প্রথম স্ত্রী ছিলেন আপন খালাতো বোন সামিয়া শারমিন। তবে তাদের সংসার বেশিদিন টিকেনি। পারিবারিকভাবে মনোমালিন্য হওয়ায় প্রথম স্ত্রীকে ডিভোর্স দেন মোসাদ্দেক।

(ঢাকাটাইমস/১২ জুলাই/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিকাশ-এ রেমিটেন্স গ্রহণ করে হাইসেন্স ফ্রিজ-টিভি জিতলেন ২২ জন
টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ
গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়ল
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে যুবদলের বিক্ষোভ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা