লন্ডন ডার্বিতে টটেনহ্যামের কাছে আর্সেনালের হার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ জুলাই ২০২০, ০৮:৪০

শুরুতে পিছিয়ে গিয়েও ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে জয় পেল টটেনহ্যাম। হিউং মিন সন আর টবি অ্যাল্ডারভাইরেল্ডের গোলে পয়েন্ট শূন্য হাতে মাঠ ছাড়তে হয়েছে গানারদের।

এর আগের ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের কাছে ৩-১ গোলে হারের পর নতুন করে চাপে পড়ে গিয়েছিলেন। দারুণ জয়ে মরিনহোও মাটির নিচে মাটি খুঁজে পেয়েছেন। আর ম্যাচের আগে ছিলেন মিকেল আর্টেটার ছায়াতেও। দুই কোচের জন্যই ছিল প্রথম নর্থ লন্ডন ডার্বির স্বাদ। ম্যাচ শেষে অবশ্য সমীকরণ উলটে গেছে।

শেষ ৪ ম্যাচে ৩ জয় আর ১ ড্র নিয়ে টটেনহামের মাঠে এসেছিল মিকেল আর্টেটার আর্সেনাল। সাম্প্রতিক সময়ে আর্টেটার আর্সেনালই ইতিবাচক ফল দেখেছে বেশি। আর উলটো অবস্থায় ছিল মরিনহোর টটেনহ্যামের। ম্যাচের শুরুতেও সেটি ফুটিয়ে উঠেছিল। ১৬ মিনিটে ২৫ গজ দূর থেকে অ্যালেক্সান্ডার লাকাজেত গোলার মতো শটে টপ কর্নারে বল জড়িয়ে আর্সেনালকে এগিয়ে দিয়েছিলেন।

আর্সেনাল এরপর আরও একবার রক্ষণে ভুল করে টটেনহ্যামকে ম্যাচে ফেরার সুযোগ করে দেয়। তাও লাকাজেতের গোলে এগিয়ে যাওয়ার ৩ মিনিট পরই। আরও একবার তিনজনের ডিফেন্সিভ লাইন নিয়ে শুরু করেছিলেন আর্সেনাল। লেফটসেন্টারব্যাকের ভূমিকায় খেলা সিড কোলাসিনাচ এক ব্যাক পাস দিয়েই বিপদ ডেকে এনেছেন। ডেভিড লুইজ সতীর্থের পাসের নাগাল পাননি। সন বল নিয়ে বক্সের ভেতর ঢুকে এগিয়ে আসা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জড়িয়ে দিয়েছেন জালে।

আর্সেনালের আর্জেন্টাইন গোলরক্ষক এরপর দারুণ এক সেভ করেছেন প্রথমার্ধেই। বেন ডেভিসের প্রায় ৩০ গজ দূর থেকে করা শট তার হাতে ছুঁয়ে বারপোস্টের মাথায় লেগে আর গোলে পরিণত হয়নি। দ্বিতীয়ার্ধে বারপোস্টের কারণে গোল পায়নি আর্সেনালও। পিয়ের এমেরিক অবামেয়াং তখন গোলবঞ্চিত হয়েছিলেন।

আগের ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে গোলে শটই করতে পারেনি টটেনহ্যাম। আর্সেনালের বিপক্ষে অবশ্য শেষ দশ মিনিটে দারুণ চাপ প্রয়োগ করে ম্যাচ ছিনিয়ে নেয় টটেনহ্যাম। কর্নার থেকে আরও একবার আর্সেনালের ঢিলেঢালা রক্ষণের সুযোগ নিয়ে হেডে গোল করেন আল্ডারভাইরেল্ড। ৮১ মিনিটের ওই গোলেই পর জয় নিশ্চিত হয়েছে টটেনহ্যামের।

অবশ্য দুই দলের কারোরই পরেরবার চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনা প্রায় ফুরিয়েই গেছে। লিগের ৩ ম্যাচ বাকি থাকতে ৫২ পয়েন্ট নিয়ে টটেনহাম পয়েন্ট টেবিলের ৮ নম্বরে। দুই পয়েন্ট পিছিয়ে ৯- এ আর্সেনাল।

(ঢাকাটাইমস/১৩ জুলাই/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

লিটন রান না পেলেও তার কঠোর পরিশ্রমকে গুরুত্বপূর্ণ বললেন ব্যাটিং কোচ

তামিম-হৃদয়ের ব্যাটিং নিয়ে যা বললেন বাংলাদেশের ব্যাটিং কোচ

চট্টগ্রামে বিশ্রামের দিনে ‘পঞ্চপাণ্ডবের’ ছবি পোস্ট করে স্মৃতিকাতর মাহমুদউল্লাহ

একজন টেনিস খেলোয়াড় তৈরি করব, যার জন্য দেশবাসী গর্ব করবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তান-ভারত ম্যাচের টিকিটের দাম বেড়ে দ্বিগুণ!

নিজেদের জয়ের সঙ্গে বার্সেলোনার পরাজয়ে আজই শিরোপা জিতবে রিয়াল

বিশ্বকাপজয়ী ডি মারিয়াকে দলে ভেড়ানোর চেষ্টায় মিয়ামি

জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারানোর ম্যাচে জাকেরের গায়ে উঠল মেরুন জ্যাকেট

এবার বাজারে আসছে মেসির হাইড্রেশন পানীয়

বাংলাদেশের বিপক্ষে হারের কারণ হিসেবে যা বলছে জিম্বাবুয়ে

এই বিভাগের সব খবর

শিরোনাম :