৮৭ স্থাপনায় এডিসের লার্ভা, জরিমানা দুই লক্ষাধিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জুলাই ২০২০, ২০:১৯
অ- অ+

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চলমান বিশেষ পরিচ্ছন্নতা অভিযান বা চিরুনি অভিযানের নগরির আরও ৮৭টি স্থাপনায় এডিস মশার লার্ভা শনাক্ত হয়েছে। এরমধ্যে ১৯টি স্থাপনা মালিকদের মোট দুই লাখ সাত হাজার ৪০০ টাকা জরিমানা করেছে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দ্বিতীয় পর্যায়ের অভিযানের নবম দিনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে করপোরেশনের ৫৪টি ওয়ার্ডেই এক যোগে অভিযান পরিচালিত হয়।

নবম দিনে ১৩ হাজার ৩১টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করে মোট ৮৭টিতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এছাড়া আরও সাত হাজার ৬৭১টি স্থাপনায় এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া গেছে।

এ সময় ১৯টি মামলায় বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন মালিক ও কর্তৃপক্ষকে মোট দুই লাখ সাত হাজার ৪০০ টাকা জরিমানা করেছে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত।

ডিএনসিসি জানায়, ৪ জুলাই দশ দিনব্যাপী শুরু হওয়া চিরুনি অভিযানে সোমবার পর্যন্ত মোট এক লাখ ১৯ হাজার ৪৩টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করা হয়েছে। এরমধ্যে মোট ৮৫০টিতে এডিসের লার্ভা এবং ৭১ হাজার ৩৩৬টিতে এডিস মশা বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া গেছে। এ পর্যন্ত ১৫১টি মামলায় মোট ২০ লাখ ২২ হাজার ৯১০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৩জুলাই/কারই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় দাদি-নাতবউকে হত্যার প্রধান অভিযুক্ত গ্রেপ্তার  
ঝালকাঠি জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান গ্রেপ্তার
নির্বাচন নিয়ে তলে তলে গভীর ষড়যন্ত্র চলছে: রিজভী
ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ অনুমোদন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা