প্রিমিয়ার লিগের তৃতীয়স্থান ধরে রাখল চেলসি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জুলাই ২০২০, ০৮:৫৭| আপডেট : ১৫ জুলাই ২০২০, ০৯:০৬
অ- অ+

ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন ও রানারআপের জায়গা দখলে রয়েছে যথাক্রমে লিভারপুল এবং ম্যানসিটির। ফলে তৃতীয় স্থানের জন্য লড়ছে বাকি দলগুলো। নিজেদের মাঠে নরউইচ সিটিকে ১-০ গোলে হারিয়ে এই লড়াইয়ে এক ধাপ এগিয়ে গেল চেলসি।

মঙ্গলবার রাতে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ম্যাচটির প্রথমার্ধের যোগ করা সময়ে একমাত্র গোলটি করেন অলিভিয়ার জিরুড। এই জয়ে লিগের তৃতীয় স্থান ধরে রাখলো চেলসি। লিগের প্রথম পর্বেও নরউইচের মাঠে ৩-২ গোলে জিতেছিল ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল।

পূর্ণ তিন পয়েন্ট নিয়ে চেলসি চ্যাম্পিয়নস লিগের পথে আরও এক ধাপ এগিয়ে গেল। নিজেদের বাকি থাকা দুই ম্যাচের মধ্যে একটি ম্যাচে চেলসি লিগ চ্যাম্পিয়ন লিভারপুলের বিপক্ষে লড়বে এবং অপর ম্যাচে উলভারহ্যাম্পটনের বিপক্ষে। এই দুই ম্যাচ জয়ের বিকল্প কিছুই নেই ব্লুজদের সামনে। তবে তার আগে নরউইচের বিপক্ষে এই কষ্টার্জিত জয়ে লিগে নিজেদের তৃতীয় স্থান শক্তভাবে ধরে রেখেছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যরা।

প্রথমার্ধ শেষের বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে ১-০ গোলে এগিয়ে যায় ব্লুজরা। ক্রিশ্চিয়ান পুলিসিচের দুর্দান্ত এক ক্রসে মাথা ছুয়িয়ে অলিভার জিরুড বল পাঠিয়ে দেন নরউইচের জালে। আর এই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দলটি।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোল পেতে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ল্যাম্পার্ডের দল। তবে সেই সুযোগ দেয়নি নরউইচ। ম্যাচ জুড়ে প্রায় ৬৮ শতাংশ বল নিজেদের দখলে রাখে চেলসি, আর সেই সঙ্গে আক্রমণে জর্জরিত করে ফেলে নরউইচের ডিফেন্স। সব মিলিয়ে নরউইচের গোল বরাবর ২২টি শট নেয় চেলসি, সেই সঙ্গে গোলের সুযোগ তৈরি করে ১৮টি। তবে বল যেন কোনোভাবেই গোলপোস্ট অতিক্রমই করছিল না। আর তাই তো শেষ পর্যন্ত আর কোনো গোলের দেখা পায়নি চেলসি।

শেষ পর্যন্ত প্রথমার্ধের শেষভাগের একমাত্র গোলেই নরউইচ সিটিকে পরাজিত করে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ত্যাগ করে চেলসি।

নরউইচের বিপক্ষে নিজেদের ইতিহাস ধরে রাখল চেলসি। এই ম্যাচের আগে দুই দলের শেষ ১৬ দেখায় একবারও হারেনি চেলসি। এবার সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াল ১৭। শেষবার ১৯৯৪ সালের ডিসেম্বরে ৩-০ গোলের ব্যবধানে চেলসিকে হারিয়েছিল নরউইচ।

এদিনের জয়ে ৩৬ ম্যাচে ১৯ জয় ও ৬ ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি। এক ম্যাচ কম খেলে ৫৯ পয়েন্ট নিয়ে চারে আছে লেস্টার। সমান পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে পিছিয়ে পাঁচে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৫৫ পয়েন্ট নিয়ে উলভারহ্যাম্পটন আছে ছয় নম্বরে।

(ঢাকাটাইমস/১৫ জুলাই/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই
তিনবারের ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন’ ইউএস-বাংলা এয়ারলাইন্স
একদিনে ৩ দেশের ওপর বিমান হামলা ইসরায়েলের
খুলনায় তাসলিমার পাশে দাড়াঁল ‘স্বপ্ন’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা