সিরিজ জিতলেই ২৫ লাখ টাকা বোনাস পাবেন হোল্ডাররা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জুলাই ২০২০, ২০:৪২
অ- অ+

জয় দিয়ে ইংল্যান্ডের তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ক্যারিবীয়রা। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে জয় পেলেই সিরিজ নিজেদের করে নিবে ওয়েস্ট ইন্ডিজ।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলেই বড় অঙ্কের বোনাস পাবে ক্যারিবীয়রা। সিরিজ জিতলে পুরো দল ২৫ লাখ (বাংলাদেশি মুদ্রায়) টাকা পাবে ওয়েস্ট ইন্ডিজ। একেকজন খেলোয়াড়ের ভাগে পড়বে সর্বোচ্চ ২ লাখ টাকা।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এমনিতে ম্যাচ জিতলে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বোনাস দেয় না। তবে এবার টেস্ট সিরিজ জিতলে বড় অঙ্কের বোনাসের ঘোষণা দিয়েছে তারা।

ইংল্যান্ডে দল পাঠানোর আগে ইসিবির কাছে ২৪ লাখ পাউন্ড ধার নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এ অবস্থায় ক্রিকেটারদের বড় অঙ্কের বোনাস দেয়াটাও বোর্ডের জন্য অনেক বড় ব্যাপার।

তবে ওয়েস্ট ইন্ডিজের এই বোনাস ইংল্যান্ডের খেলোয়াড়দের সামনে কিছুই না। টেস্ট জিতলেই ম্যাচ ফি হিসেবে ইংল্যান্ডের খেলোয়াড়রা পাবে ৭ লাখ টাকা। আর সিরিজ জিতলে পাবে ২০ লাখ টাকা করে। যা ক্যারিবীয়দের তুলনায় সাড়ে তিন গুণ বেশি।

(ঢাকাটাইমস/১৫ জুলাই/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অবিরাম বৃষ্টিতে পটুয়াখালী পৌর এলাকায় জলাবদ্ধতা
‘মুজিবুল হক চুন্নুই জাতীয় পার্টির বৈধ মহাসচিব’
কুষ্টিয়ায় আবরার ফাহাদের কবর জিয়ারত করলেন এনসিপির শীর্ষ নেতারা
সবাই স্বপদে বহাল আছেন, কাউন্সিলে সিদ্ধান্ত হবে কে থাকবেন: আনিসুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা