সিপিএলে খেলবেন না তামিম-রিয়াদ-মোস্তাফিজ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ জুলাই ২০২০, ২১:২০ | প্রকাশিত : ১৫ জুলাই ২০২০, ২১:১৪
ছবি: সংগৃহীত

আগামী ১৮ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এবং বামহাতি পেসার মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট লিগ সিপিএলের অষ্টম সংস্করণ এবার ত্রিনিদাদে অনুষ্ঠিত হবে। ছয় দলের এ লিগটি প্রাথমিকভাবে দেশটির ৬টি দ্বীপে খেলার কথা ছিল।

সেদেশের সরকার আগামী ১৮ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর মধ্যে সিপিএলের সবগুলো ম্যাচ দর্শকহীন ত্রিনিদাদের দুটি ভেন্যুতে আয়োজনের অনুমতি দেয়।

বাংলাদেশ দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান তামিম ইকবাল ২০১৩ সালে সেন্ট লুসিয়া জুক্সের হয়ে লিগে প্রথম খেলেছিলেন। পরে, ২০১৭ সালে জ্যামাইকা তালাওয়াশের হয়ে সিপিএলে খেলেন মাহমুদউল্লাহ। তবে, বামহাতি পেসার মোস্তাফিজুর রহমান এখনও সিপিএলে খেলেননি।

এ ব্যাপারে তামিম ইকবাল বলেছেন, ‘ঢাকা প্রিমিয়ার লিগের জন্য আমি সিপিএলে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। করোনার কারণে মার্চ থেকে ডিপিএল বন্ধ আছে। যেকোনো সময় এটি শুরু হতে পারে। আমরা ডিপিএলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

তিনি আরো বলেন, ‘সিপিএলে খেলতে না যাওয়ার আরেকটি কারণ হচ্ছে ভ্রমণ জটিলতা। এটি লম্বা পথ। তাছাড়া পরিবারে আমার ইমার্জেন্সি বিষয় রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ গেলে প্রয়োজনের সময় দ্রুত ফিরতে পারব না।’

মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, ‘আমি চুক্তির খুব কাছাকাছি ছিলাম। কিন্তু সবকিছুর আগে আমার পরিবার। করোনার এই পরিস্থিতিতে তারা আমাকে এত লম্বা পথ ভ্রমণ করতে দিতে চায় না।’

(ঢাকাটাইমস/১৫ জুলাই/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

তাসকিনের বিশ্বকাপ খেলা নিয়ে বড় সুখবর দিলেন শান্ত

সাইফউদ্দিনের বদলে সাকিবকে দলে নেওয়ার নতুন ব্যাখ্যা দিলেন হাথুরু-শান্ত

বিশ্বকাপে বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য গ্রুপ পর্ব পার করা: হাথুরু

বাংলাদেশি পেসারকে নিজেদের দলে নিতে চান ভারতীয় অধিনায়ক

বিশ্বকাপের ফটোসেশন সারলেন শান্ত-সাকিবরা

বিকালে শান্ত-সাকিবদের সঙ্গে সাক্ষাৎ করবেন ডোনাল্ড লু

৪২ বছর পর চ্যাম্পিয়নস লিগে ফিরল অ্যাস্টন ভিলা

পাঁচ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন এমবাপ্পে, দাবি লা লিগা সভাপতির

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি আসর খেলার রেকর্ড সাকিব-রোহিত শর্মার

বিশ্বকাপ স্কোয়াডে সাইফউদ্দিনকে না রাখায় অবাক হয়েছি: কোচ নাজমুল আবেদীন

এই বিভাগের সব খবর

শিরোনাম :