সিপিএলে খেলবেন না তামিম-রিয়াদ-মোস্তাফিজ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জুলাই ২০২০, ২১:১৪| আপডেট : ১৫ জুলাই ২০২০, ২১:২০
অ- অ+
ছবি: সংগৃহীত

আগামী ১৮ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এবং বামহাতি পেসার মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট লিগ সিপিএলের অষ্টম সংস্করণ এবার ত্রিনিদাদে অনুষ্ঠিত হবে। ছয় দলের এ লিগটি প্রাথমিকভাবে দেশটির ৬টি দ্বীপে খেলার কথা ছিল।

সেদেশের সরকার আগামী ১৮ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর মধ্যে সিপিএলের সবগুলো ম্যাচ দর্শকহীন ত্রিনিদাদের দুটি ভেন্যুতে আয়োজনের অনুমতি দেয়।

বাংলাদেশ দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান তামিম ইকবাল ২০১৩ সালে সেন্ট লুসিয়া জুক্সের হয়ে লিগে প্রথম খেলেছিলেন। পরে, ২০১৭ সালে জ্যামাইকা তালাওয়াশের হয়ে সিপিএলে খেলেন মাহমুদউল্লাহ। তবে, বামহাতি পেসার মোস্তাফিজুর রহমান এখনও সিপিএলে খেলেননি।

এ ব্যাপারে তামিম ইকবাল বলেছেন, ‘ঢাকা প্রিমিয়ার লিগের জন্য আমি সিপিএলে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। করোনার কারণে মার্চ থেকে ডিপিএল বন্ধ আছে। যেকোনো সময় এটি শুরু হতে পারে। আমরা ডিপিএলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

তিনি আরো বলেন, ‘সিপিএলে খেলতে না যাওয়ার আরেকটি কারণ হচ্ছে ভ্রমণ জটিলতা। এটি লম্বা পথ। তাছাড়া পরিবারে আমার ইমার্জেন্সি বিষয় রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ গেলে প্রয়োজনের সময় দ্রুত ফিরতে পারব না।’

মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, ‘আমি চুক্তির খুব কাছাকাছি ছিলাম। কিন্তু সবকিছুর আগে আমার পরিবার। করোনার এই পরিস্থিতিতে তারা আমাকে এত লম্বা পথ ভ্রমণ করতে দিতে চায় না।’

(ঢাকাটাইমস/১৫ জুলাই/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যশোরে দুর্বৃত্তের এসিড নিক্ষেপে একই পরিবারের ৩ জন দগ্ধ 
গাজায় ইসরায়েলি হামলায় আরও ১১৮ জন নিহত
মধুমতি নদীতে জেলেকে পিটিয়ে হত্যা, মামলার এজাহারনামীয় আসামি সানি গ্রেপ্তার
ভাঙ্গা সার্কেল অফিস ও ভাঙ্গা থানা পরিদর্শন করলেন ডিআইজি রেজাউল করিম মল্লিক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা