নওগাঁয় বন্যাদুর্গত এলাকায় জেলা পুলিশের পরিদর্শন

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২০, ১৯:০৭
অ- অ+

নওগাঁর আত্রাই এবং ছোট যমুনা নদীর বাঁধ ভেঙ্গে জেলার মান্দা, রাণীনগর এবং আত্রাই উপজেলার প্রায় অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের প্রায় ৫০০০০ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বৃহস্পতিবার দুপুরে এসব এলাকা পরিদর্শন করেছে জেলা পুলিশের একটি বিশেষ দল।

এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আখতার বন্যার্তদের সঙ্গে কথা বলেন। তাদের সমস্যা ও দুর্দশার কথা শোনেন। সেইসঙ্গে এই দুরবস্থায় পুলিশ তাদের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন।

তিনি জানান, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়ার নির্দেশনায় বন্যাদুর্গত এলাকায় পুলিশের কয়েকটি বিশেষ টিম পরিদর্শনে থাকবে। পুলিশের তরফ থেকে বন্যার্তদের সরকারি সহযোগিতা দেওয়া হবে।

এসময় আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিনও উপস্থিত ছিলেন।

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান জানান, এরই মধ্যে মান্দা এবং আত্রাই উপজেলার পাঁচটি পয়েন্টের বেরিবাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি প্রবেশ করেছে। বর্তমানে আত্রাই নদীর পানি বিপদসীমার ১২৪ সেন্টিমিটার এবং ছোট যমুনার পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

(ঢাকাটাইমস/১৬জুলাই/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা