‘বিদ্যুৎ বিল’ নিয়ে ভাজ্জির অসন্তোষ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ জুলাই ২০২০, ১২:৫১

করোনার জেরে মানুষের হাঁসফাঁস অবস্থা। একে করোনা সংক্রমণের আতঙ্ক, অন্যদিকে মাথা চাড়া দিচ্ছে বিদ্যুতের বিলও। লকডাউনের জেরে মানুষ ঘরবন্দি। তার প্রভাব পড়ছে বিদ্যুতের বিলে। কিন্তু মাত্রারিক্ত বিলের গেঁড়োয় শুধু আমজনতাই নয়, সেলেব থেকে রাজনীতিক-সবাই হেনস্থার শিকার হচ্ছেন। তেমনই অভিজ্ঞতার শিকার হলেন প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং।

চলতি মাসে বিদ্যুতের বিল দেখে মাথায় পড়ে গিয়েছে তাঁর। সেই প্রসঙ্গে তিনি একটি ট্যুইটও করেছেন। যেখানে তিনি বলেছেন, এমাসের বিলের ওজন দেখে আমি আঁতকে উঠেছি। স্বাভাবিক বিলের থেকে সাতগুণ বেশি বিল এসেছে এমাসে! এরপরই বিদ্যুত সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে সরব হয়ে সোশ্যাল মিডিয়া ক্ষোভ উগরে দেন তিনি।

প্রাক্তন ভারতীয় স্পিনার টুইটারে ক্ষোভ প্রকাশ করেন, ‘এতটা বিল, পুরো পাড়ার দিয়ে দিয়েছে বোধহয়!’ তার এমাসের বিদ্যুতের বিল এসেছে ৩৩ হাজারেরও বেশি। শুধু চেন্নাই সুপারস্টার কিংগসের স্টার ক্রিকেটার হরভজনই নন, মুম্বাইয়ে বিদ্যুত বিভ্রাটের গেঁড়ো পড়েছেন বহু তারকারাও। সোশ্যাল মিডিয়ায় তারাও ক্ষোভ প্রকাশ করেছিলেন। তাদের সকলেরই এক অভিযোগ, লকডাউনে পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য সকলেই ঘরবন্দি। কিন্তু বিলে টাকা পরিমাণ এত বেশি পাঠাচ্ছে যে তা কল্পনাতীত।

প্রসঙ্গত, বহু আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এই স্টার ক্রিকেটার। ২০১৬ সালে তাকে শেষ ভারতের জার্সি গায়ে দেখা গিয়েছিল। লকডাউনের মাঝে বহুবার ভারতীয় ক্রিকেট মহলের পুরনো কথা তুলে ধরেছেন তিনি। নানা অজানা অদেখা তথ্য তিনি দর্শকদের সঙ্গে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

(ঢাকাটাইমস/২৮ জুলাই/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :