মাদারীপুরে প্রতিপক্ষের শাবলের আঘাতে বৃদ্ধের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৮ জুলাই ২০২০, ১৫:৫৭ | প্রকাশিত : ২৮ জুলাই ২০২০, ১৫:৩৫

মাদারীপুরের রাজৈরে বাড়ির পাশে মাছ ধরার ভেসাল পাতাকে কেন্দ্র করে প্রতিপক্ষের শাবলের আঘাতে রুহিদাস বাড়ৈ (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত সোমবার সন্ধ্যায় রাজৈর উপজেলার চৌয়ারীবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রুহিদাস ওই গ্রামের মৃত রূপচাঁদ বাড়ৈর ছেলে। এ ঘটনায় নিহত রুহিদাসের নাতি জীবন বৈদ্যও আহত হয়েছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, রুহিদাসের জায়গায় প্রতিপক্ষ সুকদেব বৈদ্য ও সমীর বৈদ্য ভেসাল পাততে গেলে রুহিদাসের নাতি জীবন বাড়ৈ বাধা দেয়। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সুকদেব ও সমীর মিলে জীবনকে বেদম মারধর করে। এ সময় জীবনের চিৎকারে রুহিদাস এগিয়ে গেলে তাকে লোহার শাবল দিয়ে আঘাত করেন প্রতিপক্ষ। এরপর মুমূর্ষু অবস্থায় রুহিদাসকে রাত ১০টার দিকে রাজৈর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ১১টার দিকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার। এদিকে এ ঘটনার পরপরই সুকদেব ও সমীর এলাকা ছেড়ে পালিয়ে যায়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদী জানায়, নিহতের পরিবারের অভিযোগ আমলে নেওয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/২৮জুলাই/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :