প্রাতঃভ্রমণে গিয়ে ট্রাকচাপায় কলেজ শিক্ষকসহ দুইজনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৯ জুলাই ২০২০, ১২:১৫ | প্রকাশিত : ২৯ জুলাই ২০২০, ১১:৩৫

জেলার রামু উপজেলায় ট্রাকচাপায় সরকারি কলেজের এক শিক্ষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও এক স্কুলশিক্ষক। আজ বুধবার ভোর ছয়টার দিকে একটি মাছবোঝাই মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তিনজনকে চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন-জোয়ারিয়ানাল ঘোনারপাড়া এলাকার মৃত চাঁদ মিয়া সওদাগরের ছেলে ও কক্সবাজার সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শফিউল আলম (৫৫) এবং একই ইউনিয়নের সিকদারপাড়ার মৃত নূর আহাম্মদ সিকদারের ছেলে জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মাহাবুব মোর্শেদ আমিন (৫৬)।

দুর্ঘটনায় জোয়ারিয়ানালা এইচএম সাঁচী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বোরহান উদ্দিন গুরুতর আহত হয়েছেন। তাকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই ফজরের নামাজ আদায় করে প্রতিদিনের মতো সড়কের পাশ দিয়ে হাঁটছিলেন।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পরই গাড়িটি ঘটনাস্থলে রেখে সটকে পড়েন চালক।

রামু থানার উপ-পরিদর্শক মো. কামাল জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

ঢাকাটাইমস/২৯জুলাই/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :