সরকারি অনুদানের ছবিতে সায়মন

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ২৯ জুলাই ২০২০, ১২:১২
অ- অ+

করোনার কারণে মাঝারি একটা বিরতি কাটিয়ে শিগগিরই নতুন একটি ছবির কাজ শুরু করতে চলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেতা সায়মন সাদিক। নাম ‘দায়মুক্তি’। ছবিটি পরিচালনা করবেন কমল সরকার।

২০১৯-২০২০ অর্থ বছরে যে চলচ্চিত্রগুলো বাংলাদেশ তথ্য মন্ত্রণালয় থেকে সরকারি অনুদান পেয়েছে, এই ছবিটি সেগুলোরই একটি। ঈদের পর ছবিটির কাজ শুরু হবে।

‘দায়মুক্তি’তে প্রথমবারের সায়মন জুটি বাঁধতে চলেছেন চিত্রনায়িকা মৌ খানের সঙ্গে। বিশেষ দুটি চরিত্রে আরও অভিনয় করবেন সৈয়দ হাসান ইমাম ও দিলারা জামান।

নতুন ছবিটি প্রসঙ্গে সায়মন সাদিক বলেন, ‘এক বৃদ্ধ দম্পতির বাড়িকে ঘিরে এই ছবির গল্প, যা সত্যি হৃদয়কে স্পর্শ করে যাবে। ছবিটি সরকারি অনুদান পেয়েছে। আশা করছি, দারুণ কিছু হতে চলেছে।’

২০১২ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘জ্বী হুজুর’ ছবির মাধ্যমে অভিনয়ে আসেন সায়মন। এ পর্যন্ত ৪০টির মতো ছবিতে তিনি অভিনয় করেছেন। ২০১৮ সালে ‘জান্নাত’ ছবিটির জন্য তিনি সেরা অভিনেতার জাতীয় পুরস্কার লাভ করেন।

ঢাকাটাইমস/২৯জুলাই/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা