ঘরের আড়ায় ঝুলন্ত স্বামী-স্ত্রী-মেয়ের লাশ

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২০, ১৪:২৫| আপডেট : ৩১ জুলাই ২০২০, ১৭:১৭
অ- অ+
ফাইল ছবি

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার একটি বাড়ি থেকে স্বামী-স্ত্রী ও তাদের এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে লাশ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।

নিহতরা হলেন- মঠবাড়িয়া উপজেলার সাফা গ্রামের মো. আয়নাল হোসেন, তার স্ত্রী খুকু মনি এবং তাদের তিন বছরের মেয়ে আঁখি। আয়নাল তিন বছর আগে ব্রুনাই থেকে দেশে ফিরেছেন। এরপর তিনি ওই গ্রামের মোজাম্মেল হোসেনের বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

নিহতদের পারিবারিক সূত্র জানায়, আয়নালের স্ত্রী বাসায় শিশু শ্রেণির দুই ছাত্রকে প্রাইভেট পড়াতেন। শুক্রবার সকালে ওই ছাত্ররা পড়তে এসে ঘরের দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে তিনজনের মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখে চিৎকার দেয়। তাদের চিৎকারে স্থানীয়রা গিয়ে তিনজনকে মৃত অবস্থায় দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান জানান, ওই ঘরের পেছনে সিঁধ কাটা রয়েছে। নিহত আয়নাল ও তার স্ত্রীর হাত পেছন দিকে বাঁধা ছিল। তাদের তিনজনের মরদেহই আড়ার সঙ্গে কাপড় দিয়ে ঝোলানো ছিল। তাদের হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঢাকাটাইমস/৩১জুলাই/প্রতিনিধি/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবেন ট্রাম্প
আজই পুতুলের সূচনা ফাউন্ডেশন ও জয়ের সিআরআই-এর নথি চায় দুদক
মৃত ব্যক্তি নেপচুন ল্যান্ডের পরিচালক! ইউনাইটেড গ্রুপের আরও এক ভয়াবহ জাল জালিয়াতির ঘটনা উদঘাটন
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি সুজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা