সাহেদ-পাপিয়ারা দলে ঢোকে কীভাবে, প্রশ্ন নানকের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২০, ২১:৪৩
অ- অ+

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিম এবং অপরাধমূলক নানা কর্মকাণ্ড চালিয়ে ধরা শামীমা নূর পাপিয়ার আশ্রয় প্রশ্রয়দাতাদেরও চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, সাহেদ-পাপিয়ারা কিভাবে দলে ঢুকে পড়ে? নিশ্চয়ই কোনো ফাঁকফোকড় আছে? তারা যে নেতার হাত ধরে দলে ঢুকে পড়ে সেই নেতার হাত ভেঙে দিয়ে শেখ হাসিনার আওয়ামী লীগকে রক্ষা করতে হবে।

ঈদুল আজহা উপলক্ষে অসহায় মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণের এক অনুষ্ঠানে শুক্রবার বিকালে প্রধান অতিথির বক্তব্যে নানক একথা বলেন। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক লীগ এই ত্রাণসামগ্রী বিতরণের আয়োজন করে।

কোনও হাইব্রিড যেন শ্রমিক লীগের আগামী কেন্দ্রীয় কমিটি ও মহানগর কমিটিতে ঢুকতে না পাওে সেবিষয়ে সংগঠনের নেতাদের সতর্ক থাকার অনুরোধ জানান নানক।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ; সব জায়গাতেই পাপিয়াদের সম্পর্কে সতর্ক দৃষ্টি রাখতে হবে।’

‘পাপিয়াকে ধরলেই চলবে না। পাপিয়াকে দলে কে ঢুকিয়েছে, কে আশ্রয় দিয়েছে, কে প্রশ্রয় দিয়েছে, তাকে চিহ্নিত করে আইনী ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য নানক বলেন, ‘শনিবার ঈদুল আজহা পালিত হবে। আবার শনিবার শোকের মাস আগস্টও শুরু। এই মাসে শেখ হাসিনার নির্দেশে সব কর্মসূচি সংক্ষিপ্ত করে, যে বন্যা কবলিত এলাকার মানুষেরা ঈদ করতে পারছে না, সেই মানুষদের পাশে দাঁড়াতে হবে। যে মানুষেরা করোনায় আক্রান্ত হয়ে ঈদ করতে পারছে না, তাদের পাশে গিয়ে দাঁড়াতে আমাদের জননেত্রী নির্দেশ দিয়েছেন।’

সকলকে স্বাস্থ্যবিধি মেনে আগস্ট মাসের কর্মসূচি পালন করার আহ্বান জানিয়ে নানক আরও বলেন, এই আগস্ট মাসের নামে কোনও চাঁদাবাজি কাউকে করতে দেয়া হবে না। কঠিনভাবে খেয়াল রাখতে হবে এই মাসকে সামনে রেখে কেউ যেন কোনও চাঁদাবাজি করতে না পারে।’

জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা সাধারণ সম্পাদক কে এম আজম খসরু। এতে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

(ঢাকাটাইমস/৩১জুলাই/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চান্দিনা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার
সিরাজগঞ্জে ২ মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ৪ গ্রাম
‘জুলাইয়ের শহীদদের পাশে আজীবন থাকবে জামায়াত’
তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে উত্তরায় বিএনপির বিক্ষোভ সমাবেশ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা