বন্যার্তদের সাহায্য করতে ব্যাট নিলামে তুলবেন কোহলি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২০, ১১:৩২
অ- অ+

করোনা মহামারীর মধ্যেই পূর্ব ভারতের দুই রাজ্য আসাম ও বিহার বন্যায় নাজেহাল। এই পরিস্থিতিতে অসহায় মানুষদের সাহায্যে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির নেতৃত্বে এগিয়ে এলেন দেশটির এক ঝাঁক সফল ক্রীড়াবিদ।

যেখানে ভারতীয় স্পিন বোলিং বিভাগের দুই তরুণ তুর্কি কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল, কলকাতা নাইট রাইডার্সের তরুণ ব্যাটসম্যান শুভম্যান গিল, অজিঙ্কা রাহানে, নারী ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরদের সঙ্গে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহাও। মানব সেবায় তহবিল গড়তে তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাও।

বন্যার্তদের সাহায্যের জন্য সমাজের সর্ব স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে এই সব তারকা ক্রীড়াবিদরা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন একটি স্বল্প দৈর্ঘ্যের সচেতনতা বাড়ানোর ভিডিও। পাশাপাশি, নিজেদের নানা ক্রীড়া সরঞ্জাম নিলাম করে আর্থিক তহবিল গড়ারও অঙ্গীকার করেছেন তাঁরা।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত সেই ভিডিওতে সবার প্রথমে দেখা যায় বিরাটকে। তাঁর আবেদন, ‍‍‘আসাম ও বিহারের বন্যা কবলিত মানুষ আপনাদের সাহায্য চাইছেন।’

কুলদীপ ও ঋদ্ধিমানও বলছেন, ‍‍‘খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন এই দুই রাজ্যের একটা বড় অংশের নাগরিক।’ সানিয়ার প্রতিক্রিয়া, ‍‍‘এবার আমাদের এগিয়ে আসার পালা।’ অজিঙ্কা রাহানে বলছেন, ‍‍‘দেশের মানুষের দুর্দশা কাটাতে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে।’

ভিডিওর পরবর্তী অংশে দেখা যায়, ঋদ্ধিমান তাঁর ভারতীয় দলের ছয় নম্বর জার্সি হাতে নিয়ে বলছেন, ‍‍‘ওঁদের পাশে দাঁড়াতে পিঠে আমার সই করা এই জার্সিটা নিলামে তুলব।’ বিরাটের ঘোষণা, ‍‍‘ভারতের হয়ে জেতা ম্যাচের এক জোড়া ব্যাট আমার সই করে নিলামে তুলতে চলেছি।’ এভাবেই প্রত্যেকে কিছু না কিছু সরঞ্জাম অর্থ সংগ্রহের জন্য নিলামে তুলছেন। কুলদীপ দিচ্ছেন তাঁর হ্যাটট্রিক করার বল। চাহাল আবার দেবেন দক্ষিণ আফ্রিকায় তাঁর পাঁচ উইকেট প্রাপ্তির বলটি। হরমনপ্রীত ও শুভম্যান দিচ্ছেন তাঁদের সই করা ভারতীয় দলের জার্সি। রাহানের তরফ থেকে আসছে আইপিএলে শতরান করা ব্যাট। আর সানিয়া মির্জা বলছেন, ‍‍‘২০১৬ সালে অস্ট্রেলীয় ওপেনে নারীদের ডাবলস খেতাব যে র‌্যাকেটে খেলে জিতেছিলাম, সেটাই দেব নিলামে।’ সানিয়ার কথায়, ‍‍‘আমাদের মতো আপনারাও এগিয়ে আসুন।’

(ঢাকাটাইমস/১ আগস্ট/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ফিলিস্তিনকে স্বীকৃতি দিন এখনই, ৬০ ব্রিটিশ এমপির খোলা চিঠি
গোসলের পর ওজু করতে হবে কি? ইসলামী বিধান যা বলে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা