চিকিৎসা নিতে ফের লন্ডন যেতে পারেন তামিম

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২০, ০৯:২৪
অ- অ+

পেটের ব্যথার চিকিৎসার জন্য গত ২৫ জুলাই লন্ডন গিয়েছিলেন টাইগার ওপেনার তামিম ইকবাল। সেখানে ডাক্তার দেখিয়ে শনিবার সকালে দেশে ফিরেছেন তিনি।

যদিও এখনও সমস্যা জানতে পারেননি তামিম। পরীক্ষার রিপোর্ট পেতে ৭ থেকে ১০ দিনের মতো লাগবে বলে জানিয়েছেন তিনি। এরপর বোঝা যাবে তার পেটের সমস্যাটা কতটা গুরুতর। স্বাভাবিক কোনো সমস্যা হলে দেশেই চিকিৎসা করাবেন তিনি। কিন্তু অস্ত্রোপচার লাগলে আবার লন্ডন যাওয়া লাগতে পারে অভিজ্ঞ এই বাঁহাতি ওপেনারের।

দেশে ফিরে নিজের চিকিৎসার অগ্রগতি নিয়ে তামিম বলেন, 'লন্ডনে অনেকগুলো টেস্ট করিয়েছি। প্রতিটা টেস্ট অনেক সময় নিয়ে করা হয়েছে। টেস্টের রিপোর্ট আসতে ৭-১০ দিন সময় লেগে যাবে। তাই ডাক্তারই দেশে ফেরার পরামর্শ দেন। রিপোর্ট পাওয়ার পর চিকিৎসকরা যদি মনে করেন ওষুধ খেয়েই সেরে যাবে, তাহলে অনলাইনে পরামর্শ দেবেন। কিন্তু সার্জারি প্রয়োজন হলে আবার লন্ডন যেতে হবে আমাকে।'

পরীক্ষার রিপোর্ট পাওয়ার আগেই সমস্যার ধরন সম্পর্কে ধারণা নিতে চেয়েছিলেন তামিম। কিন্তু রিপোর্ট না পাওয়া পর্যন্ত চিকিৎসকরা কিছু বলতে চাননি। এ কারণে রিপোর্টের অপেক্ষা করা ছাড়া উপায় নেই বলে জানান ওয়ানডে অধিনায়ক।

৩ মাস আগে হঠাৎ করে পেটে প্রচন্ড ব্যথা অনুভব করেন তামিম। শুরুতে বিষয়টি পাত্তা দেননি তিনি। বাংলাদেশ ওপেনার ভেবেছিলেন ফুড পয়জনিং থেকে এমন হতে পারে। কিন্তু কিছুদিন পর আবারও ব্যথা শুরু হয়। গত কয়েক সপ্তাহে ব্যথার পরিমাণ আরও বাড়ে।

অনেক সময় ১২ ঘণ্টা পর্যন্তও থেকেছে ব্যথা। এ কারণেই লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নেন তামিম। দেশে চিকিৎসা করিয়ে সমস্যা নির্ণয় না হওয়ায় লন্ডনের এক চিকিৎসকের কাছ থেকে আগে থেকেই অনলাইনে নিয়মিত পরামর্শ নিচ্ছিলেন তামিম। সেই চিকিৎসকের পরামর্শেই লন্ডনে যান তিনি।

(ঢাকাটাইমস/০৩ আগস্ট/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ফিলিস্তিনকে স্বীকৃতি দিন এখনই, ৬০ ব্রিটিশ এমপির খোলা চিঠি
গোসলের পর ওজু করতে হবে কি? ইসলামী বিধান যা বলে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা