বড় ডিসপ্লেতে আসছে স্যামসাংয়ের নতুন ফোল্ডিং ফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ আগস্ট ২০২০, ১১:২৩

নতুন ফোল্ডিং ফোন গ্যালাক্সি জেড ফোল্ড ২ আনছে স্যামসাং। দক্ষিণ কোরিয়ায় আয়োজিত গ্যালাক্সি আনপ্যাকেড ২০২০ ইভেন্টে স্যামসাং এই ফোল্ডিং ফোনের বিষয়ে জানিয়েছে। যদিও কোম্পানি এখনো পর্যন্ত সম্পূর্ণরূপে তাদের গ্যালাক্সি জেড ফোল্ড ২ লঞ্চ করেনি। তবে তারা এই ফোনের একটি টিজার নিয়ে এসেছে। ওই টিজারে ফোনটি সম্পর্কে নতুন তথ্য পাওয়া গেছে।

স্যামসাংয়ের ওই ভিডিওটিতে গ্যালাক্সি জেড ফোল্ড ২ এর ডিসপ্লে দেখানো হয়েছে। এর ভিতরের স্ক্রিন ৭.৬ ইঞ্চির, যেখানে আগের ভার্সনে স্ক্রিনের দৈর্ঘ্য ছিল ৭.৩ ইঞ্চি এবং এই ডিসপ্লেতে পাবেন আল্ট্রা থিং গ্লাস টেকনোলজি। এই টেকনোলজির কারণে ইমেজ কোয়ালটি অনেক ভালো হবে এই ফোল্ডিংফোনে।

ফোনের বাইরের স্ক্রিন অনেকটা বেশি বড় করা হয়েছে। এটি ৬.২ ইঞ্চির। এই স্মার্টফোন যখন আপনি ফোল্ড করবেন তখন সম্পূর্ণ জায়গা স্ক্রিন দখল করে নেবে। কোম্পানির দাবি ফোল্ড ২ স্মার্টফোন সম্পূর্ণরূপে ফোল্ড করেও ব্যবহার করা যাবে, যদিও তখন আপনার সাধারণ স্মার্টফোনের মতো ফিল আসবে। এছাড়াও এই ফোনের ফ্রন্ট ফেসিং এবং ইন্টার্নাল ক্যামেরাগুলোতে পাঞ্চ হোল টেকনোলজি ব্যবহার করা হয়েছে।

(ঢাকাটাইমস/৬আগস্ট/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা