দিনাজপুরে করোনায় দুজনের মৃত্যু, আরো শনাক্ত ৫১

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২০, ০০:০৯
অ- অ+

দিনাজপুরে করোনায় আরো দু'জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪২ জনে। আর করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরো ৩১ জনের।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিরল উপজেলায় মো.সফিউল্লাহ (৮০) নামে একজন এবং দিনাজপুর শহরে নিজ বাড়িতে মো.মোস্তফা( ৪২) নামে আরেকজনের করোনায় মৃত্যু হলো বৃহস্পতিবার।

এছাড়া ১১ জন র‍্যাব সদস্য, দুজন ব্যাংকার, দুজন স্বাস্থ্যকর্মীসহ জেলায় নতুন করে বৃহস্পতিবার করোনা শনাক্ত হয়েছে ৫১ জনের। এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৯৮০জন। আর বৃহস্পতিবার ৪১ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক হাজার ৩৬৮ জন করোনা রোগী।

বৃহস্পতিবার নতুন আক্রান্তদের মধ্যে র‍্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের ১১ জন সদস্য রয়েছে। রয়েছে চিরিরবন্দরের সোনালী ব্যাংকের স্টাফ আব্দুল হালিম (৩৫) ও আব্দুস সামাদ (৫৩)। এছাড়া দিনাজপুর জেনারেল হাসপাতালের নার্স সেলিনা পারভীন (৩৩) ও ফেরদৌসী বেগমের (৪৯) শরীরেও করোনা ধরা পড়েছে।

তবে জেলা সদরে করোনা আক্রান্ত সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। এ নিয়ে জেলা স্বাস্থ্য বিভাগ উদ্বিগ্ন হয়ে পড়েছে।

(ঢাকাটাইমস/৭আগস্ট/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
প্রতিবন্ধী শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতে শিক্ষা উপদেষ্টার আশ্বাস
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও একজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা