শ্রীলঙ্কা সফরেই ফিরতে পারেন সাকিব

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২০, ১০:৫০| আপডেট : ০৭ আগস্ট ২০২০, ১২:০৬
অ- অ+

করোনা পরবর্তী এখনো কোন ধরণের ক্রিকেট ফেরাতে না পারা বিসিবি শ্রীলঙ্কা সফরেই নজর দিয়েছিল। স্থগিত হওয়া তিন টেস্ট সিরিজটি ইতোমধ্যে দুই বোর্ডের আলোচনার টেবিলে, শীঘ্রয়ই চূড়ান্ত হবে। বিসিবির ভাষ্যমতে সিরিজ চূড়ান্তই, কেবল সূচির অপেক্ষায় তারা। হিসাবমতে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানেরও ফেরার সুযোগ আছে এই সিরিজ দিয়েই। অক্টোবরে লঙ্কা সফরে যাবে টাইগাররা, তবে কোয়ারেন্টাইন, প্রস্তুতি ম্যাচ শেষে সিরিজ মাঠে গড়াবে নভেম্বরে।

এদিকে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা মেয়াদ শেষ হবে ২৯ অক্টোবর। ফলে নভেম্বরে টাইগারদের পোস্টারবয়ের মাঠে নামতে বাধা থাকছে না। কিন্তু সেক্ষেত্রে লড়াইটা সাকিবের নিজের সাথেই, থাকতে হবে ম্যাচে খেলার মত ফিট।

কিছুদিনের মধ্যে ইংল্যান্ডে ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন শুরুর কথা সাকিবের। মাঠে ফিরতে একটি কাউন্টি ক্লাবের সাথে যোগাযোগও করেছে। তাকে সাহায্য করবেন পাকিস্তানের সাবেক অফ স্পিনার সাকলাইন মুশতাক।

সাকিবের শ্রীলঙ্কা সফরে বিবেচনায় থাকা প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘খেলার মত ফিট থাকলে লঙ্কা সফর দিয়ে ফেরার সুযোগ আছে সাকিবের।’

অক্টোবরে টাইগারদের লঙ্কা সফর নিশ্চিত হলেও থাকছেনা কোনো সীমিত ওভারের ম্যাচ। নিজাম উদ্দিন চৌধুরী আরো বলেন, ‘শ্রীলঙ্কা সফর মোটামুটি নিশ্চিত হযে গেছে। সবকিছু ঠিক থাকলে অক্টোবরে যেতে পারে দল। টেস্টের বাইরে অন্য সংস্করণ আগের আলোচনায় ছিল। এখন আর টি-টোয়েন্টি নিয়ে আলোচনা হচ্ছে না।’

(ঢাকাটাইমস/০৭ আগস্ট/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৮ বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
সোনারগাঁও ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু, থাকছে শতভাগ পর্যন্ত স্কলারশিপ
দেশে নতুন করে আর যেন কোনো স্বৈরাচারের জন্ম না হয়: নাহিদ ইসলাম
BUBT Bids Farewell to Lecturer Arifa Akther as She Embarks on PhD Journey in the USA
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা