যশোরে করোনায় একজনের মৃত্যু, আরো শনাক্ত ৭৭

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২০, ২৩:০৬
অ- অ+

যশোরে করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে আরো ৭৭ জন। যশোরের স্বাস্থ্য বিভাগ জানায়, মৃত আমিরুজ্জামান (৪৩) চৌগাছা উপজেলার বিশ্বাস পাড়ার বাসিন্দা। ৪ আগস্ট আমিরুজ্জামানের শরীর থেকে নমুনা নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। ৬ আগস্ট রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

শুক্রবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টার থেকে স্বাস্থ্য বিভাগে ১৬৮ টি রিপোর্ট পাঠায়। এর মধ্যে ৭৭টি করোনা ভাইরাস পজিটিভ। যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন এই তথ্য নিশ্চিত করেছেন।

এ যাবত মোট আক্রান্তর সংখ্যা ২০৯২ জন। সুস্থ হয়েছেন ১১৯৫জন। নতুন একজন মৃত্যু নিয়ে যশোর জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩০ জন।

যশোরের সিভিল সার্জন অফিস আরো জানায়, শুক্রবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ১৬৬টি নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এর মধ্যে যশোর জেলায় ৭৭জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়। এর মধ্যে যশোর সদর উপজেলায় ৪২জন, কেশবপুর উপজেলায় ১৫জন, মণিরামপুরে ৭জন, ঝিকরগাছায় ৬জন, শার্শায় ৪জন, চৌগাছায় ২জন ও অভয়নগর উপজেলায় ১জন রয়েছেন। গত ১০ মার্চ থেকে ৬ আগষ্ট পর্যন্ত যশোর জেলা থেকে যতগুলি নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার মধ্যে বর্তমানে ১২৫৬ টি নমুনা পেন্ডিং রয়েছে।

(ঢাকাটাইমস/৭আগস্ট/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আশুলিয়ায় গণহত্যা ও ছয় লাশ পোড়ানো মামলায় ১৬ জনকে আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগপত্র
উন্নয়ন কর্মকাণ্ডে তরুণদের সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: রাবাতে আসিফ মাহমুদ
হজব্রত শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ১৮৮ হাজি
৭ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা