২০২১ সালে বিশ্বকাপ ভারতে, ২০২২ সালে অস্ট্রেলিয়ায়

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২০, ২৩:২১| আপডেট : ০৭ আগস্ট ২০২০, ২৩:৩০
অ- অ+
ছবি: সংগৃহীত

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই হচ্ছে। আর ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ায়। শুক্রবার টেলি-বৈঠকে ভারতীয় ক্রিকেট বোর্ড ও অস্ট্রেলীয় বোর্ডের কর্তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

সূচি অনুসারে এই বছরের ১৮ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে তা পিছিয়ে দিতে বাধ্য হয়েছে আইসিসি। এ বছর বিশ্বকাপ না হওয়ায় আগামী বছর অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে ইচ্ছুক ছিল অস্ট্রেলিয়া। কিন্তু সেই ইচ্ছা পূর্ণ হলো না ক্রিকেট অস্ট্রেলিয়ার।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও চাইছিল আগামী বছর নিজেদের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে। সূচি অনুসারে পরের বছর ভারতেই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর একটা দিকও ছিল। ২০২৩ সালে ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ। ২০২২ সালে দেশের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরের বছর ঘরের মাঠে ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজন করলে তা কতটা সফল হবে, তা নিয়ে সংশয় ছিল। তাই বিসিসিআই ২০২১ সালেই টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজনের দাবি তুলেছিল। যাতে দুটো বিশ্বকাপের মধ্যে এক বছরের ফারাক থাকে। আর শেষ পর্যন্ত তা মেনেও নেওয়া হলো।

এদিকে, পরের বছর ফেব্রুয়ারি-মার্চে নিউজিল্যান্ডে হওয়ার কথা ছিল নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। যা এক বছর পিছিয়ে নিউজিল্যান্ডেই শুরু হবে ৬ ফেব্রুয়ারি। চলবে ৭ মার্চ পর্যন্ত।

(ঢাকাটাইমস/৭ আগস্ট/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশে নতুন করে আর যেন কোনো স্বৈরাচারের জন্ম না হয়: নাহিদ ইসলাম
BUBT Bids Farewell to Lecturer Arifa Akther as She Embarks on PhD Journey in the USA
শ্রীলঙ্কাকে ১৫৫ রানের টার্গেট দিল বাংলাদেশ
পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা