আগের মতো কাজ করতে চান মতলবের সংগঠক আরিফ খান

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ১১ আগস্ট ২০২০, ১৭:৪৬

চাঁদপুরের মতলব উপজেলার লতরদী গ্রামের সন্তান আরিফ খান। তিনি ১৯৮৪ সালে লতরদিবাসী পেশাজীবী, বিশ্ববিদ্যালয়-কলেজ-স্কুলের ছাত্র-ছাত্রী, তরুণ যুব সমাজ এবং প্রান্তিক পর্যায়ের সবাইকে নিয়েই একটি অরাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করেন। সংগঠনের নাম দেন ‘লতরদি আল-আমিন যুব সমাজ কল্যাণ সংস্থা’। সরকারি রেজিস্ট্রেশন নম্বর- চাঁদ / ১৮৯ / ৯১। এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য ছিল- শিক্ষা, ক্রিড়া, স্বাস্থ্যসেবা ও আর্থ-সামাজিক উন্নয়ন।

এই সংগঠন ওই সময়ে পুরো মতলবে (উঃ+দঃ) সরকারি বেসরকারি সব প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য ‘এসা বৃত্তি’ চালু করে, যার পরীক্ষা পদ্ধতি ও সঠিক মান নিয়ন্ত্রণের কারণে ওই সময়ে এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করে।

প্রথম “এসা বৃত্তি ” চালু হয়েছিলো ১৯৯৪ সালে। ওই সময়ের জাতীয় সংসদ সদস্য এবং পরবর্তীতে তথ্য প্রতিমন্ত্রী নুরুল হুদা এবং মতলব উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সব সংস্থা এই কাজে সহযোগিতা করেছিলেন। এরপর সহযোগিতা করেন তৎকালীন প্রতিমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া), বীর বিক্রম, স্থানীয় সরকার পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং মতলব উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্টরা।

পরবর্তীতে সংগঠন ১৯৯৯ সালের ৩ এপ্রিল সাতানি-লতরদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে “এসা” বৃত্তিপ্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রী এবং চাঁদপুর জেলার বিশিষ্ট ব্যক্তিদের “গুণিজন সংবর্ধনা” পদক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করে, যেখানে প্রধান অতিথী ছিলেন তৎকালীন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম এবং প্রধান বক্তা ছিলেন বর্তমান জাতীয় সংসদের সদস্য নুরুল আমিন রুহুল।

এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুর ও মতলব থানার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সুধী সমাজ।

এসাবৃত্তির আদ্যোপান্ত-

• ৯৪ সাল- অংশগ্রহনকারী ১৫০ জন- বৃত্তিপ্রাপ্ত ২০ জন

• ৯৫ সাল- অংশগ্রহনকারী ২১২ জন- বৃত্তিপ্রাপ্ত ২০ জন

• ৯৬ সাল- অংশগ্রহনকারী ৩২৬ জন- বৃত্তিপ্রাপ্ত ২০ জন

• ৯৭ সাল- অংশগ্রহনকারী ২৭৭ জন- বৃত্তিপ্রাপ্ত ২০ জন

• ৯৮ সাল- অংশগ্রহনকারী ১৯৪ জন- বৃত্তিপ্রাপ্ত ২০ জন

• ৯৯ সাল- অংশগ্রহনকারী ১৩৩ জন- বৃত্তিপ্রাপ্ত ২১ জন

• ২০০৫ সাল- অংশগ্রহনকারী ১৮৪ জন- বৃত্তিপ্রাপ্ত ২৫ জন

• ২০০৭ সাল- অংশগ্রহনকারী ৩১৪ জন- বৃত্তিপ্রাপ্ত ৩০ জন

• মোট অংশগ্রহণকারী – ১৭৯০ জন

• বৃত্তিপ্রাপ্ত সংখ্যা – ১৯৬ জন

সফল সংগঠক আরিফ খান জানান, আবারো আগের মতো সংগঠনের সদস্যের আন্তরিক সহযোগিতা এবং এলাকাবাসী পাশে থাকলে উক্ত “এসা বৃত্তি ” পুনরায় চালুসহ আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবেন।

(ঢাকাটাইমস/১১আগস্ট/এলএ/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :