২৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কা যাবে মুমিনুলরা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২০, ১১:৩৮| আপডেট : ১২ আগস্ট ২০২০, ১২:৫৯
অ- অ+

করোনাভাইরাসের প্রকোপে নির্ধারিত সময়ে মাঠে গড়ায়নি বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। তবে শ্রীলঙ্কায় করোনার প্রকোপ কমায় আবারও স্থগিত হয়ে যাওয়া সিরিজটি আয়োজন করতে ঐকমত্য পোষণ করছে দুই দেশের ক্রিকেট বোর্ড।

শোনা যাচ্ছে আগামী অক্টোবরের মাঝামাঝি সময়েই শুরু হবে টেস্ট সিরিজটি। তার আগে কবে লঙ্কা দ্বীপের বিমান ধরবে টাইগাররা এনিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সেক্রেটারি মোহন ডি সিলভা জানিয়েছেন, আগামী ২৪ সেপ্টেম্বরেই শ্রীলঙ্কা পৌঁছাবে বাংলাদেশ দল।

‘এখন পর্যন্ত যে সিদ্ধান্ত হয়েছে তাতে ২৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কা আসবে বাংলাদেশ দল সেটি প্রায় নিশ্চিত। তবে এখন যে পরিস্থিতি তাতে বাংলাদেশের খেলোয়াড়রা দেশে আসলে নিয়ম অনুযায়ী কোয়ারেন্টাইনে থাকতে হবে।’

এখনকার পরিস্থিতিতে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হলেও সেপ্টেম্বরের শেষে এই নিয়মে কিছুটা শিথিলতা আসতে পারে বলেও জানিয়েছেন মোহন।

এই সময়ে বিদেশ থেকে যারাই আসবে সবাইকেই একই নিয়মে কোয়ারেন্টাইনে থাকতে হবে তবে সেপ্টেম্বরে পরিস্থিতি ভিন্ন হতে পারে। তখন হয়তো বাংলাদেশের ক্রিকেটারদের জন্য নিয়মে কিছুটা শিথিলতা আসতে পারে।’

এই সফরে পুরনো সূচি অনুযায়ী রয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি টেস্ট ম্যাচ। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইছে টেস্ট সিরিজের পর ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে।

এ নিয়ে মোহন ডি সিলভা জানিয়েছেন, বাংলাদেশ সমান ৩টি করে টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচ চাইলেও আমরা প্রস্তাব দিয়েছি একটি টেস্ট বাদ দিয়ে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের। তবে এখনও ব্যাপারটি চূড়ান্ত হয়নি।’

(ঢাকাটাইমস/১২ আগস্ট/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা