জয়পুরহাটে প্রথম বিট পুলিশং অফিস উদ্বোধন

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২০, ১৯:২৭
অ- অ+

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, সুখী নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের প্রতিটি পৌরসভা ও ইউনিয়নে স্থাপন করা হচ্ছে বিট পুলিশং অফিস। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুকমুক্ত সমাজ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় ১২ আগস্ট দুপুরে জয়পুরহাট পৌরসভার নতুনহাট এলাকায় প্রথম বিট পুলিশিং অফিস উদ্বোধন করেন পুলিশ সুপার সালাম কবির।

পরে আলোচনা সভায় পুলিশ সুপার ছাড়াও বক্তৃতা দেন- জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান, উপ-পরিদর্শক (বিট অফিসার) জাকির আল আহসান, কাউন্সিলর ইকবাল হোসেন সাবুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামজিক সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, চুরি, ছিনতাই, মাদকদ্রব্যসহ সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও কমিউনিটি পুলিশিং’র বিট অফিসের মাধ্যমে দাম্পত্য বিরোধ, অফিস ও সামজিক বিবাদ নিষ্পত্তিতে কমউিনিটি পুলিশিং সদস্যরা একযোগে কাজ করে যাবে।

উদ্দেশ্য বাস্তবায়নে জেলায় মোট ৪৪টি বিট অফিস স্থাপন চুরান্ত করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার সালাম কবীর।

(ঢাকাটাইমস/১২আগস্ট/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর প্রথমবার জনসমক্ষে এলেন আয়াতুল্লাহ আলী খামেনি
মুন্সীগঞ্জে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: দলিল লেখকপট্টিতে পুড়ে ছাই ২০ দোকান
আজ রাত আড়াইটায় নারী ফুটবল দলকে সংবর্ধনা দেবে বাফুফে
ঢাকা বিভাগের ৫৬টি আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা