কলাপাড়ায় জেলে নিখোঁজ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২০, ১৭:৩০
অ- অ+

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের ভাড়ানির খালে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শাওন (১৬) নামে এক জেলে নিখোঁজ হয়েছে। ঘটনার পর থেকে অন্য ট্রলারের জেলেরা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

স্থানীয়রা জানায়,সাগরে ইলিশ শিকারের প্রস্তুতি নিয়ে ভাড়ানির খালে অপেক্ষমান একটি ট্রলার নোঙ্গর থেকে ছুটে যায়। এরপর ভাসতে ভাসতে অপর পাড়ে যায়। এসময় ওই ট্রলারের জেলে শাওন ট্রলারের কাছি কোমরে বেঁধে সাতার কেটে খাল পাড়ি দিচ্ছিল। তখন মায়ের দোয়া নামে একটি ট্রলার সাগর থেকে ওই খালে ঢুকে পড়ে। শাওন চিৎকার করে ট্রলারটিকে থামাতে বললে ট্রলারের মাঝি বিষয়টি খেয়াল করেনি। পলে কাছিটি মায়ের দোয়া ট্রলার টেনে নিয়ে গেলে শাওন নিখোঁজ হয়ে যায়।

শাওন ধুলাসার এলাকার জাকির বিশ্বাসের ট্রলারের জেলে ছিলনে। অপরদিকে, মায়ের দোয়া ট্রলারটি একই ইউনিয়নের নয়জনের মালিকাধীন।

ধুলাসার ইউনিয়ন পরিষদের সদস্য বাহাদুর ভূঁইয়া জানান, ওই জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে।

এ বিষয়ে উপজেলার মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভালুকায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সুরতহাল, ময়নাতদন্ত ছাড়াই গোপালগঞ্জে সহিংসতায় নিহতদের দাফন-সৎকার
ইসলামী বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার
শহীদ আবু সাঈদের মাকে নিয়ে ‘কটূক্তি’, পুলিশ সদস্য প্রত্যাহার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা