বৃষ্টিবিঘ্নিত দিন শেষে চাপে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ আগস্ট ২০২০, ০৯:১৭
অ- অ+

টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য আরও বাড়িয়ে দেয় মেঘলা আবহাওয়া ও পেসারদের সুইং। সেই সুইং শিল্পকে দমিয়ে দুরন্ত হাফ সেঞ্চুরি পাক ওপেনার আবিদ আলির। ৩২ বছর বয়সী ওপেনার ৬০ রান করে নড়বড়ে ব্যাটিং লাইন-আপের ঢাল হয়ে দাঁড়ানোর চেষ্টা করেন। কিন্তু তিনি ফিরতেই বিপর্যয় নেমে আসে পাক শিবিরে। বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ১২৬ রান।

এদিন সাউদাম্পটনে তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন সকালে পরিষ্কার ছিল আকাশ। টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। লাঞ্চের পর থেকেই কালো মেঘের আচ্ছাদনে ঢেকে যায় স্টেডিয়াম। ম্যাচে বিঘ্ন ঘটায় সেই বৃষ্টি। মেঘলা আবহাওয়ায় বল আরও সুইং করতে শুরু করে। প্রথম টেস্টে এক উইকেট পাওয়া জেমস অ্যান্ডারসনকে শুরু থেকেই ভয়ঙ্কর দেখায়। প্রথম টেস্টে ১৫৬ রান করে যাওয়া শান মাসুদকে শুরুতেই ফিরিয়ে দেন। পাকিস্তানি অধিনায়ক আজহার আলি পরাস্ত তাঁর আউট সুইংয়ে। ২০ রান করে দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা রোরি বার্নসের হাতে ক্যাচ তুলে দেন তিনি।

তবুও উইকেট কামড়ে পড়ে ছিলেন আবিদ। অধিনায়ক জো রুট এ ম্যাচে জোফ্রা আর্চারের পরিবর্তে সুযোগ দেন স্যাম কারেনকে। কারণ, নিচের দিকে কার্যকরী হতে পারে তাঁর ব্যাটিং। সেই বাঁ-হাতি মিডিয়াম পেসারের সুইং সামলাতে ব্যর্থ আবিদ। পাক ওপেনারকে একের পর এক ইনসুইং দিয়ে (বাঁ-হাতির ক্ষেত্রে আউট সুইং) তাঁকে তৈরি করেন আউট সুইংয়ে পরাস্ত করার জন্য। সেই ফাঁদেই পা দেন আবিদ।

(ঢাকাটাইমস/১৪ আগস্ট/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভেষজ বিলাতি গাব খেলে দূর হবে ক্যানসার, নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৬১ ফিলিস্তিনি নিহত, জাতিসংঘের গভীর উদ্বেগ
রাজনীতিতে অভিভাবক দল হিসেবে আমরা বারবার ধৈর্য ধরেছি: অধ্যক্ষ সেলিম ভুইয়া
এনবিআরের আরও ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা